মুক্তির অপেক্ষায় দিন গুনছে আলিয়া ভাটের (Alia Bhatt) আসন্ন ছবি গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি (Gangubai kathiawadi)। সঞ্জয় লীলা বনসালির (Sanjay Leela Bhansali) পরিচালিত ছবিতে মূল গাঙ্গুবাই চরিত্রে অভিনয় করছেন আলিয়া ভাট। তবে ছবির ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই একেরপর এক বাঁধা আসছে। বেশ কিছু অভিযোগ এসে গিয়েছে ছবিটির বিরুদ্ধে। তবে জানলে অবাক হবেন প্রায় ২০ কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক মিলেছে ছবির তারকাদের।
আজ বংট্রেন্ডের পর্দায় গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি ছবির জন্য কোন তারকা কত টাকা পারিশ্রমিক পেলেন সেই তালিকা তুলে ধরব। যেটা জেনে হয়তো আপনিও অবাক হয়ে যেতে পারেন। আসলে বলিউডের ছবিতে সুপারস্টার অভিনেতা অভিনেত্রীদের পারিশ্রমিক কোটি টাকা হয় এটা অনেকেরই জানা। তাছাড়া সঞ্জয় লীলা বনসালির (Sanjay Leela Bhansali) ছবি মানেই বিগ বাজেট ছবি তো হবেই। চলুন দেখে নেওয়া যাক ছবির অভিনেতা অভিনেত্রীদের পারিশ্রমিকের তালিকা।
আলিয়া ভাট (Alia Bhatt)
গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি ছবির গাঙ্গুবাঈ চরিত্রে অভিনয় করছেন আলিয়া ভাট। এর আগেও একাধিক ছবিতে অভিনয় করেছেন আলিয়া। তবে এটা তাঁর কেরিয়ারের সবচাইতে বড় বাজেটের ছবি। জানা যাচ্ছে ছবির জন্য ২০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন আলিয়া।
অজয় দেবগন (Ajay Devgan)
বলিউডের সিংহম অভিনেতা অজয় দেবগন। ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যাবে তাকে। ছবিতে সুপারস্টারের সংখ্যা বাড়লে এমনিতেই ছবি হিট হওয়ার চান্স বেড়ে যায়। সেই কারণেই হয়তো দেখা যাবে তাকে। তবে ক্যামিও চরিত্রে অভিনয়ের জন্য ১১ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন অভিনেতা।
বিজয় রাজ (Vijay Raaz)
বলিউডের বিখ্যাত অভিনেতা বিজয় রাজ। কমেডি থেকে শুরু করে যে কোনো চরিত্রে তার অভিনয় সত্যিই প্রশংসনীয়। অভিনেতাকে ছবিতে তৃতীয় লিঙ্গের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। তবে যেমনটা জানা যাচ্ছে ছবিতে অভিনয়ের জন্য ১.৫ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন তিনি।
হুমা খুরেশি (Huma Qureshi)
বলিউডের অভিনেত্রী হুমা খুরেশি গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি ছবিতে অভিনয় করছেন। অভিনেত্রী নিজেও এটা নিশ্চিত করেছেন। আর ছবিতে অভিনয়ের জয় ২ কোটি টাকা পারিশ্রমিক পাচ্ছেন তিনি।
শান্তনু মাহেশ্বরী (Shantanu Maheshwari)
টেলিভিশন জগতের বেশ পরিচিত মুখ শান্তনু মাহেশ্বরী। গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি ছবির মধ্যে দিয়েই বলিউডে পা রাখছেন অভিনেতা। আর ছবিতে অভিনয়ের জন্য ৫০ লক্ষ টাকা পারিশ্রমিক নিচ্ছেন শান্তনু।
সীমা পাহওয়া (Seema Pahwa)
সীমা পাহওয়া, যাকে মূলত কমেডি চরিত্রে দেখা যায়, গাঙ্গুবাই কাথিয়াওয়াড়িতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। সূত্রমতে অভিনেত্রী ছবিতে অভিনয়ের জন্য ২০ লক্ষ টাকা পারিশ্রমিক পাবেন।