বিগত কয়েক মাসে একাধিক সিরিয়াল শুরু হয়েছে ষ্টার জলসার (Star Jalsha) পর্দায়। সম্প্রতি আরও এক নতুন সিরিয়াল ‘গোধূলী আলাপ’ (Godhuli Alap) এর প্রথম প্রোমো প্রকাশ্যে এল। অসম বয়সী এক প্রেমের কাহিনী নিয়েই হাজির হচ্ছে এই সিরিয়াল। আর এই সিরিয়ালের হাত ধরেই ছোটপর্দায় পর্দায় কামব্যাক করছেন অভিনেতা কৌশিক সেন (Kaushik Sen)। এটা একপ্রকার বড় খবর বলা যেতে পারে।
ইতিমধ্যেই নতুন এই সিরিয়ালের প্রমো ভিডিও শেয়ার করা হয়েছে ষ্টার জলসার অফিসিয়াল ফেসবুক পেজে। যা অল্পসময়ের মধ্যেই ভাইরাল হয়ে পড়েছে। ভিডিও দেখে যেমনটা বোঝা যাচ্ছ সেটা হল, মাঝ বয়সী এক অ্যাডভোকেট ও অল্পবয়সী এক মেয়ের কাহিনী দেখানো হবে এই সিরিয়ালে। যেখানে কৌশিক সেনকে দেখা যাবে মূল অ্যাডভোকেট অরিন্দমের চরিত্রে। দাপুটে উকিল হলেও ভাগ্যের পরিহাসে তাকে বয়সে অনেক ছোট্ট একটি মেয়েকে বিয়ে করতে হয়।
গ্রামের এক গরিব পরিবারের বহুরূপী মেয়ে নোলকের সাথে সাত পাকে বাঁধা পড়েন অরিন্দম। এরপর তাকে নিয়ে নিজের বাড়িতেও হাজির হন। কিন্তু বাড়িতে ঢুকতেই প্রথমেই শুনতে হয়, হাঁটুর বয়সী একটা মেয়েকে বিয়ে করে আনলে। সমাজের লোকে কি বলবে? নতুন ধরণের এই গল্প নিয়েই হাজির হতে চলেছে ‘গোধূলী আলাপ’।
সিরিয়ালে কৌশিক সেনের বিপরিতে নোলকের চরিত্রে অভিনয় করছেন সৌমি সরকার (Soumi Sarkar)। রাজ চক্রবর্তী প্রোডাকশনের এই সিরিয়ালটি কবে থেকে শুরু হবে বা কখন সম্প্রসারিত হবে তা এখন পর্যন্ত কিছু জানা যায়নি। তবে শীঘ্রই সেটা জানা যাবে। তবে নতুন সিরিয়াল শুরু হওয়ার মানে অন্য কোনো এক সিরিয়ালের ঘাড়ে কোপ পড়া।
ইতিমধ্যেই অনেক কম টিআরপির শো বন্ধ করে দিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ। বর্তমানে ষ্টার জলসার ‘ফেলনা’ সিরিয়ালটি টিআরপির দিক থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে। হয়তো সেই সিরিয়ালের বদলে আসতে পারে নতুন সিরিয়ালটি। তাছাড়া ষ্টার জলসায় আগামী ২৮শে ফেব্রুয়ারী থেকে আরম্ভ হচ্ছে নতুন সিরিয়াল ‘গুড্ডি’।
প্রসঙ্গত, নতুন এই সিরিয়াল ‘গোধূলী আলাপ’ এ প্রাথমিকভাবে গায়ক তথা রাজনীতিবিদ বাবুল সুপ্রিয়কে দেখা যাওয়ার কথা ছিল। তবে কোনো কারণে তিনি সিরিয়ালে অভিনয়ের থেকে সরে দাঁড়ান। এরপরই কৌশিক সেনকে এই সিরিয়ালের জন্য বেছে নেওয়া হয়েছে। নতুন এই সিরিয়ালের নতুন স্বাদের কাহিনী দেখার যে অন্য এখন থেকেই অপেক্ষায় রইল দর্শকেরা।