‘নানা ভাষা, নানা মত, নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান’। তানজানিয়ার (Tanzania) বাসিন্দা কিলি পল (Kili paul) যেন এই লাইনটিরই এক জলজ্যান্ত উদাহরণ। আমাদের ভাষা, পোশাক, চালচলন সব কিছুই তার থেকে আলাদা কিন্তু সে মনে প্রাণে হয়ে উঠেছেন ভারতীয়।
ভারতের ভাষাকে নিজের মাতৃভাষার মতো ভালোবাসেন তিনি। ইতিমধ্যেই তার ভেরিফায়েড ইন্সটাগ্রাম হ্যান্ডেলে চোখ রাখলেই চোখে পড়বে বলিউডের একাধিক গানে ঠোঁট মিলিয়ে তার রিল ভিডিও। তিনি যে ভাষাটা বুঝেই রিল বানান তা দেখলেই বোঝা যায়। এবার ভারত থেকে সম্মানিত হলেন কিলি পল।
তানজানিয়া নিবাসী কিলি পল এই মুহুর্তে ইন্টারনেটের নয়া সেনসেশন। এবার তানজানিয়ার ভারতীয় হাই কমিশন (Indian High Commission) থেকে বিশেষ সম্মান প্রদান করা হল কিলি পলকে। ভারতীয় হাই কমিশন থেকে তাকে সম্মানিত করার কয়েকটি ছবি শেয়ার করেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে, তাকে ফুলের বোকে, মেমেন্টো দিয়ে সম্মানিত করা হয়েছে।
পোস্টের ক্যাপশনে লেখা, ‘জনপ্রিয় তানজানিয়ান শিল্পী কিলি পল লক্ষ লক্ষ ভারতীয়র মন জয় করেছেন ভারতীয় ফিল্মি গানে তাঁর লিপ সিঙ্কিং ভিডিও দিয়ে।’ কিলি পল ইতিমধ্যেই বিভিন্ন গানে ভিডিও বানিয়েছেন যেমন, বাদাম বাদাম, টিপ টিপ বরষা পানি, সাত সমুন্দর , রাত লম্বিয়া। কিলির সাথে তার বোনও মাঝে মাঝে সাথ দেন। মাত্র কয়েক দিনেই ভারতীয় দের মন জিতে নিয়েছেন তিনি৷ তাই অনেকেই কমেন্ট করেছেন এই সম্মান তার প্রাপ্য।
View this post on Instagram