বলিউডের ‘কন্ট্রোভার্সি’ ক্যুইন কঙ্গনা রানাওয়াত। সামাজিক হোক রাজনৈতিক যে কোনো বিষয়েই বিতর্কিত মন্তব্য করতে একেবারে সিদ্ধহস্ত এই বলি অভিনেত্রী। নিন্দুকরা আড়ালে বলে থাকেন বিতর্ক আর কঙ্গনা হাত ধরাধরি করে চলেন। যার জেরে একাধিকবার নিন্দুকদের সমালোচনার মুখে পড়লেও সেসব নিয়ে একেবারেই মাথা ঘামান না অভিনেত্রী।
এমনিতেই সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে বলিউডের অন্দরের স্বজনপোষন থেকে শুরু স্টার কিড দের নিয়ে মাতামাতি সবকিছুর বিরুদ্ধে একেবারে ফুঁসে উঠেছিলেন অভিনেত্রী। সেই থেকেই কঙ্গনার রোষের মুখে রয়েছেন মহেশ ভাট কন্যা তথা বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। আসন্ন সিনেমা ‘গাঙ্গুবাঈ’-এর মুক্তির আগেও সম্প্রতি কঙ্গনার কটাক্ষের মুখে পড়েছিলেন আলিয়া।
আগামী ২৫ ফ্রেব্রুয়ারি অর্থাৎ শুক্রবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে সঞ্জয় লীলা বনশালি পরিচালিত সিনেমা ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’। এই সিনেমা মুক্তির আগে ফের একবার সোশ্যাল মিডিয়ায় কার্যত বোমা ফাটালেন কঙ্গনা। নাম না করেই সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে আলিয়াকে উদ্দেশ্য করে কখনও ‘পাপা কি পরি’ তো কখনও রমকম বিম্বো’ বলে কটাক্ষ করেন কঙ্গনা।
একটি দীর্ঘ বার্তায় কঙ্গনা লিখেছিলেন “এই শুক্রবার ২০০ কোটি টাকা পুড়ে ছাই হবে। এক পাপা কি পরীর জন্য (যে নাকি এখনও ব্রিটিশ পাসপোর্ট রাখে)। কারণ পাপা প্রমাণ করতে চান তাঁর রমকম বিম্বো অভিনয়ও করতে পারে। ভুল কাস্টিং এ ছবির সবচেয়ে বড় খামতি। এরা শোধরাবে না। এই জন্যই হলিউড আর দক্ষিণী সিনেমাগুলো বেশি হল পায়। মুভি মাফিয়া যতদিন ক্ষমতায় আছে বলিউডের সর্বনাশ অবধারিত।”
এরইমধ্যে সম্প্রতি সিনেমার মেরি জান গানের মিউজিক লঞ্চ করতে কলকাতায় এসেছিলেন আলিয়া। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হলে আলিয়ার কাছে কঙ্গনার মন্তব্যের বিষয়ে জানতে চাওয়া হয়। উত্তরে মুচকি হেসে গীতার বাণী শোনান আলিয়া। ইংরাজিতে আলিয়া যা বলেন তার অর্থ, “যিনি কর্মে অকর্ম এবং অকর্মে কর্ম দেখেন, মনুষ্যের মধ্যে তিনিই বুদ্ধিমান, তিনিই যোগী।”