• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মোগ্যাম্বো থেকে DDLJ এর রাজ, দুর্দান্ত অভিনয়ে দর্শক মনে গেথে রয়েছে এই ৫ বলিউডের চরিত্রগুলি

Updated on:

5 Unforgatable characters of Bollywood

দশকের পর দশক দর্শকদের বিনোদনের রসদ জুগিয়ে আসছে বলিউড। একাধিক অভিনেতা অভিনেত্রীরা এসেছেন বলিউডের যাদের সিনেমা আজ মনের মণিকোঠায় সযত্নে সাজিয়ে রেখেছেন দর্শকেরা। তাই তো আজ কয়েক দশক পেরিয়ে গেলেও একইরকম জনপ্রিয় রয়েছে বেশ কিছু সিনেমা। বিশেষত ছবির বিশেষ কিছু চরিত্ররা, যাদের ভোলা একপ্রকার অসম্ভব। আজ বংট্রেন্ডের পাতায় এমনই পাঁচটি চরিত্র তুলে ধরব আপনাদের কাছে, যেগুলো আজ দর্শকদের মনে গেঁথে গিয়েছে।

১. অমরিশ পুরি, মিস্টার ইন্ডিয়া (Amrish puri, Mr India)

Ajay Devgan,Singham,Sanjay Dutta,Munna Bhai MBBS,Amitabh Bacchan,Ajay Dinanath Chouhan,Agneepath,DDLJ,Shahrukh Khan,Amrish Puri,Mr India,Bollywood gossip,মোগ্যাম্বো,অমরিশ পুরি,অজয় দেবগন,শাহরুখ খান,সঞ্জয় দত্ত,অমিতাভ বচ্চন,বলিউড গসিপ

বলিউডের বিখ্যাত অভিনেতা অমরিশ পুরি। মূলত খলনায়ক হিসাবেই দেখা গিয়েছে তাকে। কয়েকশো ছবিতে দুর্দান্ত ভাবে নিজের অভিনয়ের দক্ষতা প্রকাশ করে কোটি কোটি দর্শকদের মন জিতেছেন তিনি। তবে ‘মিস্টার ইন্ডিয়া’ ছবিতে খলনায়ক হিসাবে মোগ্যাম্বো চরিত্রে অমরিশ পুরির অভিনয় আজও তাকে একডাকে ছিনিয়ে দেয়। তবে ছবিতে নায়ক হিসাবে অনিল কাপুর ও নায়িকা হিসাবে শ্রীদেবী ছিলেন।

২. শাহরুখ খান ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গা’ (Shahrukh Khan, Dilwale Dulhaniya Le Jayenge DDLJ)

Ajay Devgan,Singham,Sanjay Dutta,Munna Bhai MBBS,Amitabh Bacchan,Ajay Dinanath Chouhan,Agneepath,DDLJ,Shahrukh Khan,Amrish Puri,Mr India,Bollywood gossip,মোগ্যাম্বো,অমরিশ পুরি,অজয় দেবগন,শাহরুখ খান,সঞ্জয় দত্ত,অমিতাভ বচ্চন,বলিউড গসিপ

প্রতিটা অভিনেতা অভিনেত্রীর জীবনে এমন কিছু ছবি থাকে যেটা তাদের ভাগ্য পাল্টে দেয় । শাহরুখ খান অভিনীত  ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গা’ ছবিটি রীতিমত ভাগ্য পাল্টে দিয়েছিল। ২০ই অক্টবর ১৯৯৫ সালে রিলিজ হয়েছিল ছবিটি।  ছবিতে শাহরুখ খানকে  রাজ  ও বিপরীতে কাজলকে দেখা গিয়েছিল। ছবির রাজ চরিত্র আজ মনে আছে দর্শকদের।

৩. অমিতাভ বচ্চন, অগ্নিপথ (Amitabh Bacchan, Agneepath)

Ajay Devgan,Singham,Sanjay Dutta,Munna Bhai MBBS,Amitabh Bacchan,Ajay Dinanath Chouhan,Agneepath,DDLJ,Shahrukh Khan,Amrish Puri,Mr India,Bollywood gossip,মোগ্যাম্বো,অমরিশ পুরি,অজয় দেবগন,শাহরুখ খান,সঞ্জয় দত্ত,অমিতাভ বচ্চন,বলিউড গসিপ

বলিউডের বিগ বি নাম পরিচিত অমিতাভ বচ্চন। অগ্নিপথ ছবিতে অমিতাভ বচ্চনের দুর্দান্ত অভিনয় আজ মনে আছে প্রতিটা দর্শকের। অজয় দীননাথ চৌহানের চরিত্রে অমিতাভ বচ্চনের অভিনয় একেবারেই ভোলার মত নয়, তাই আজ প্রত্যেকের মনে গেঁথে রয়েছে।

৪. সঞ্জয় দত্ত, মুন্না ভাই এম বি বি এস (Sanjay Dutta, Munnai Bhai MBBS)

Ajay Devgan,Singham,Sanjay Dutta,Munna Bhai MBBS,Amitabh Bacchan,Ajay Dinanath Chouhan,Agneepath,DDLJ,Shahrukh Khan,Amrish Puri,Mr India,Bollywood gossip,মোগ্যাম্বো,অমরিশ পুরি,অজয় দেবগন,শাহরুখ খান,সঞ্জয় দত্ত,অমিতাভ বচ্চন,বলিউড গসিপ

বলিউড ইন্ডাস্ট্রির সুপারহিট অভিনেতা সঞ্জয় দত্ত। প্রশংসা থেকে সমালোচনা সব মিলিয়ে আজও একজন সুপারহিট অভিনেতা হিসাবেই গণ্য হন সঞ্জয় দত্ত। তবে তাঁর মুন্না ভাই এমবিবিএস ছবির মুন্না ভাই চরিত্র  একেবারেই আলাদা ছিল। যে কারণে মানুষের মনে গভীরভাবে নিজের জায়গা তৈরী করে নিয়েছে।

৫. অজয় দেবগন, সিংহম (Ajay Devgan, Singham)

Ajay Devgan,Singham,Sanjay Dutta,Munna Bhai MBBS,Amitabh Bacchan,Ajay Dinanath Chouhan,Agneepath,DDLJ,Shahrukh Khan,Amrish Puri,Mr India,Bollywood gossip,মোগ্যাম্বো,অমরিশ পুরি,অজয় দেবগন,শাহরুখ খান,সঞ্জয় দত্ত,অমিতাভ বচ্চন,বলিউড গসিপ

বলিউড ইন্ডাস্ট্রির সুপারহিট অভিনেতা অজয় দেবগন। শুরু থেকে আজ পর্যন্ত একাধিক সুপারহিট ছবি উপহাৰ দিয়েছেন অভিনেতা। বর্তমানে বলিউডের আদর্শ পুলিশ চরিত্রে তারই খোঁজ পরে সবার আগে। বিশেষত ‘সিংহম’ছবির জেরে অজয় দেবগন  বর্তমানে একজন জনপ্রিয় অভিনেতা যা পরিণত হয়েছেন। তবে এক সাফল্যের সূত্রপাত কিন্তু ‘সিংহম’ সিনেমা বলা যেতেই পারে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥