• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কলকাতায় ‘গাঙ্গুবাঈ’ আলিয়া ভাট! বাঙালি সাজে সোনাগাছির যৌনকর্মীদের পাশে দাঁড়ালেন নায়িকা

Published on:

আলিয়া ভাট,Alia Bhatt,কলকাতা,Kolkata,গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি,Gangubai Kathiawari,মিউজিক লঞ্চ,Music Launch,মেরি জান,Meri Jaan

সঞ্জয়লীলা বানশালির বহু প্রতিক্ষীত সিনেমা ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’। মুম্বইয়ের যৌনপল্লীর কামাঠিপুরার সর্দারনি গঙ্গুবাইয়ের জীবনী অবলম্বনে হুসেন জাইদির লেখা বই ‘মাফিয়া কুইন্স অফ মুম্বই’-এর অবলম্বনেই ছবির চিত্রনাট্য লিখেছেন স্বয়ং সঞ্জয় লীলা বনশালি নিজেই। ছবিতে গঙ্গুবাইয়ের চরিত্রে নাম ভূমিকায় রয়েছেন বলিউডের মিষ্টি অভিনেত্রী আলিয়া ভাট।

বর্তমানে এই সিনেমার প্রচারের কাজে তুমুল ব্যস্ত রয়েছেন অভিনেত্রী। গতকাল অর্থাৎ সোমবারই এই সিনেমার প্রচারের কাজে কলকাতায় এসেছিলেন অভিনেত্রী। আর তাই তার সাজ পোশাকেও ছিল পুরদস্তুর বাঙালিয়ানার ছোঁয়া। এদিন তিলোত্তমায় এসে দক্ষিণ কলকাতার ঐতিহ্যবাহী প্রিয়া সিনেমা হলে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন আলিয়া।

আলিয়া ভাট,Alia Bhatt,কলকাতা,Kolkata,গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি,Gangubai Kathiawari,মিউজিক লঞ্চ,Music Launch,মেরি জান,Meri Jaan

কলকাতায় এসেই নীতি মোহনের গাওয়া গঙ্গুবাই কাথিয়াওয়াড়ির নতুন গান ‘মেরি জান’ এর লঞ্চ করলেন আলিয়া। উল্লেখ্য এই গানটি কম্পোজ করেছেন সঞ্জয় লীলা বনশালি নিজেও। এদিন প্রিয়া সিনেমা হলে সিনেমার প্রোমোশনে সাংবাদিকদের সামনে ‘গাঙ্গুবাঈ’-এর স্টাইলে হাত জড়ো করতেও দেখা গেল আলিয়াকে।

আলিয়া ভাট,Alia Bhatt,কলকাতা,Kolkata,গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি,Gangubai Kathiawari,মিউজিক লঞ্চ,Music Launch,মেরি জান,Meri Jaan
এদিন কলকাতায় এসে একেবারে বাঙালি সাজে ধরা দিয়েছিলেন মহেশ ভাট কন্যা আলিয়া। পরনে সাদা ঢাকাই জামদানির সাথে পিঠখোলা স্লিভলেস ব্লাউজে মোহময়ী আলিয়ার থেকে চোখ সরানো যাচ্ছিল না। সাথে বাঙালিয়ানা বজায় রেখে খোঁপায় গুজেছিলেন সাদা গোলাপ, আর কানে পরেছিলেন মানানসই বড় কানের। কলকাতায় এসে ডায়েট ভুলে এদিন সন্দেশেও কামড় দিতে দেখা গেল আলিয়া কে।

আলিয়া ভাট,Alia Bhatt,কলকাতা,Kolkata,গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি,Gangubai Kathiawari,মিউজিক লঞ্চ,Music Launch,মেরি জান,Meri Jaan

উল্লেখ্য এই সিনেমায় এক যৌনকর্মীর চরিত্রে দেখা যাবে আলিয়াকে। আর কলকাতাতেই রয়েছে এশিয়ার সবচেয়ে বড় যৌনপল্লি সোনাগাছি। এদিন সিনেমার প্রচারে এসে যৌনকর্মীদের প্রসঙ্গে অভিনেত্রীর বার্তা, ‘প্রথমে তো এটা বুঝতে পারি না, এত ভেদাভেদ কেন? কলকাতা হোক বা মুম্বই, সর্বত্র একই চিত্র। ওঁরাও আমাদের মতো রক্ত মাংসের তৈরি মানুষ। ওঁদের দেহ চামড়া দিয়ে ঢাকা, কাগজ দিয়ে নয়। সমাজের দৃষ্টিভঙ্গি এখনও যোজন পেছনে পড়ে রয়েছে। তাঁদের রোজগারের পদ্ধতি আপনার পছন্দ নাও হতে পারে। তবে ওরা কেন এই পথ বেছে নিল সেটাও দেখা প্রয়োজন।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥