বলিউডে ‘ড্রিম ডেবিউ’ বলে একটা প্রচলিত শব্দ রয়েছে, এবার সেই স্বপ্নের অভিষেকই করতে চলেছেন অভিনেতা শান্তনু মাহেশ্বরী (Shantanu Maheswari)। প্রথম ছবিতেই তিনি আলিয়া ভাটের (Alia Bhatt) আশিক। তার প্রথম ছবির পরিচালক সঞ্জয় লীলা বনসালি (Sanjay leela bansali)। ছবিতে আলিয়ার প্রেমিক রামনিক লালের চরিত্রে অভিনয় করেছেন তিনি।
ইতিমধ্যেই আলিয়ার সাথে রোমান্সের নানান ভিডিও ভাইরাল হয়েছে নেটপাড়ায়। একেবারে বলিউডে আনকোরা তিনি, প্রথম ব্রেকেই তিনি গাঙ্গুবাঈয়ে গুরুত্বপূর্ণ চরিত্রে এযে শান্তনুর জন্য বিশাল পাওনা তা বলাই বাহুল্য। ডিরেক্টর অভিনেত্রীর এমন কম্বিনেশনে শান্তনুর আলাদা করে ম্যাজিক দেখানোর কিছুই নেই, বরং তার চরিত্র টুকু তিনি ভালো করে করলেই আগামীতে যে ভালো ভালো পরিচালকদের চোখে তিনি পড়বেন তা বলাই বাহুল্য।
‘গাঙ্গুবাঈ’ ছবির ‘জব সাঁইয়া’ গানের ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই শান্তনুর উপর টপাটপ প্রেমে পড়েছেন মহিলা ভক্তরা। উল্টোদিকে আলিয়া তবু রোমান্সে সাবলীল শান্তনু। বয়সে আলিয়ার থেকে দু’বছরের বড় তিনি।
এবার শান্তনু কে সেটা বরং চিনিয়ে দেওয়া যাক। বড় পর্দায় কাজ এই প্রথম হলেও ছোটপর্দায় শান্তনুর অভিষেক হয় ২০১১ সালে৷ শান্তনুর জন্ম কলকাতাতেই, কলকাতারই ছেলে তিনি। পড়াশোনা কলকাতারই ইংরেজি মাধ্যম স্কুলে। এরপর মুম্বইয়ে পড়াশোনা করতে গিয়ে সেখানেই পাকাপাকি ভাবে থেকে যান তিনি।
অভিনয়ের থেকেও শান্তনু বেশি জনপ্রিয় তার নাচের জন্য। শান্তনুর বয়স যখন ১৭ তখন বাংলা টেলিভিশনের নাচের রিয়্যালিটি শো-এ প্রতিযোগী হয়েছিলেন তিনি। তার আগে ‘বুগি উগি’তেও প্রতিযোগী ছিলেন তিনি। চ্যানেল ভি’র ‘দিল দোস্তি ডান্স’ ধারাবাহিকে স্বয়ম এবং তার গল্পের প্রেমিকা স্যারনের জুটি জনপ্রিয় হয়েছিল দর্শক মহলে। চার বছর ধরে চলেছিল এই ছবি। তাই কিছু কিছু যুবতীর কাছে পুনরায় শান্তনু এখন নস্টালজিয়া।