দু সপ্তাহ হল প্রয়াত হয়েছেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। লতাজির প্রয়াণের পর অনেকেই তার জন্য শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। তাঁর গাওয়া অজস্র গান শুধু গান নয়, ভারতবাসীর আবেগের সাথে জড়িত। শুধু ভারতে নয় গোটা বিশ্বে সমাদৃত লতাজির গান। তিনি এমন একজন শিল্পী ছিলেন যিনি নিজের সুরের জাদুতে সাত সমুদ্র পেরিয়ে সমস্ত মানুষের মনে গেঁথে গিয়েছেন। সম্প্রতি দুবাইয়ের মঞ্চে লতাজির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন গায়ক আতিফ আসলাম (Atif Aslam)।
জন্মসূত্রে পাকিস্তানি হলেও আতিফ আসলাম ভারতের একাধিক ছবির জন্য গান গেয়েছেন। আর গানের মাধ্যমে যেমন লতাজি দেশের সীমানা ছাড়িয়ে পৌঁছে গিয়েছে কোটি কোটি মানুষের হৃদয়ে, তেমনি তিনিও মানুষের মন জয় করেছেন নিজের গানের মধ্যে দিয়ে। গোটা পৃথিবীব্যাপি ছড়িয়ে রয়েছে তাঁর ভক্তদের সংখ্যা। এদিন তিনি দুবাইয়ের একটি মঞ্চে গানের জন্য গিয়েছিলেন।
দুবাইয়ের মঞ্চে ‘এক প্যায়ার কা নাগমা হে’ গানটি গেয়ে শুনিয়েছেন আতিফ আসলাম। আর গানটি গাওয়ার সময় পিছনে জায়েন্ট স্ক্রিনে দেখা যাচ্ছে লতাজির ছবি। মঞ্চের এই গান গাওয়ার ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হয়েছে। যেটা নিমেষের মধ্যে ভাইরাল হয়ে পড়েছে নেটপাড়ায়।
ভিডিওটি শেয়ার করা ক্যাপশনে লেখা রয়েছে, লতা মঙ্গেশকরের প্রতি আতিফ আসলামের শ্রদ্ধার্ঘ্য। তাঁর গানের ভিডিও দেখে গানের প্রশংসা করেছেন অনেকে। সাথে লতাজির গাওয়া গানটি যে চিরকাল শ্রোতাদের অন্তরে অমর হয়ে থাকবে সেটাও জানিয়েছেন নেটিজেনরা।
#AtifAslam beautiful tribute to #LataMangeshkar ❤️ pic.twitter.com/Oe9eKlppZx
— S_shah (@shah1_sj) February 13, 2022
প্রসঙ্গত, বিগত ৬ই ফেব্রুয়ারি মা সরস্বতীর বিসর্জনের দিনেই প্রয়াত হয়েছেন লতা মঙ্গেশকর। তাঁর প্রয়াণে স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা মিউজিক ইন্ডাস্ট্রি। শোকাহত সমস্ত শিল্পী থেকে শ্রোতারা। দীর্ঘ দিন ধরেই শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন বর্ষীয়ান শিল্পী। জানুয়ারির শেষে করোনা সংক্রমণ হয়েছিল, পরে সুস্থও হয়ে উঠেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তাকে। ৯২ বছর বয়সে নিজের সহস্র গান রেখে সুরের দেশে পাড়ি দিয়েছেন সুর সম্রাজ্ঞী।