টিআরপি লিস্টে প্রথম স্থান হাতছাড়া হলেও। সিরিয়াল প্রেমীদের কাছে ‘মিঠাই'(Mithai) সিরিয়ালের জনপ্রিয়তা কমেনি এক বিন্দু। সোশ্যাল মিডিয়ায় এই সিরিয়ালের একাধিক ফ্যান পেজ গুলিতে নেটিজেনদের উচ্ছাস দেখে সেকথা টের পাওয়া যায় ভালোই। প্রসঙ্গত খাঁটি বাঙালি মানেই ভোজনরসিক আর মিষ্টি প্রেমী। এই দুটি বিষয়ই হল মিঠাইয়ের মোদক পরিবারের প্রধান ইউএসপি।
কলকাতার খ্যাতনামা মিষ্টির ব্যবসায়ী সিদ্ধেশ্বর মোদকের সাথে জনাইয়ের মনোহরা বিক্রেতা মিঠাইয়ের মিষ্টি আলাপচারিতা দিয়েই প্রথম শুরু হয়েছিল এই সিরিয়াল। তারপর নানা ঘটনাপ্রবাহের মধ্যে দিয়ে এই মিঠাই কেই বাড়ির নাতবৌ করে নিয়ে এসেছেন তিনি। প্রথম দিকে দাদুর রাগি নাতি সিদ্ধার্থ মিঠাইকে একেবারেই সহ্য করতে পারতো না।
কিন্তু বিরক্তিকর, অসহ্য মেয়েটার যে কখন নিজের জীবনের সাথে ওতোপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে তা বুঝতে পারেনি দাদুর নাতি নিজেই। এখন অবশ্য পরিস্থিতি অনেকটাই পাল্টে গিয়েছে। মিঠাই ছাড়া সে জীবনের একটা মুহূর্তও ভাবতে পারে না সিডি বয়। ইতিমধ্যেই সিরিয়ালে দেখা গিয়েছে অবশেষে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে মিঠাই রানিকে আই লাভ বলেছে সিড।
আর এসবের পিছনে থাকা মূল মাস্টার মাইন্ড হলেন সকলের প্রিয় দাদাই। তিনি এবং তার গিন্নি অর্থাৎ ঠাম্মি মিলে নাতি আর নাতবৌকে আরও কাছাকাছি নিয়ে আসতে পাহাড়ে হানিমুন করার প্লান করেছিলেন। মিঠাই সিরিয়ালে এই হাসি-খুশি, মজার মানুষ দাদু-ঠাম্মির চরিত্রে অভিনয় করছেন অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী (Bishwajit Chakraborty) এবং অভিনেত্রী স্বাগতা বসু (Swagata Basu)।
উল্লেখ্য এনারা দুজনেই বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। ছোট পর্দার পাশাপাশি অত্যন্ত দাপটের সাথে কাজ করেছেন বড় পর্দাতেও। সম্প্রতি মিঠাই সিরিয়ালের আউটডোর শুটিংয়ে মিরিখ গিয়েছিলেন এই দুই বর্ষীয়ান অভিনেতা, অভিনেত্রীও। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল টীম মিঠাইয়ের মিরিখ ডাইরিজের একাধিক ছবি, ভিডিও। এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, মিঠাইয়ের দাদু, ঠাম্মির একটি রিল ভিডিও। সেখানে দেখা যাচ্ছে পাহাড়ের মনোরম পরিবেশে জনপ্রিয় ‘এই মায়াবী চাঁদের রাতে’ গানে হাতে হাত ধরে রোম্যান্স করছেন এই জুটি।
View this post on Instagram