বাংলা ধারাবাহিকের যারা নিয়মিত দর্শক, তারা কণীনিকা ব্যানার্জির অভিনয়ের দক্ষতা সম্পর্কে ভালোই জানেন৷ কণীনিকা ব্যানার্জী বাংলা বিনোদন জগতের অন্যতম দক্ষ অভিনেত্রী। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও অভিনয় করে দীর্ঘদিন ধরেই দর্শকদের মনজয় করে চলেছেন তিনি। সম্প্রতি তিনি পর্দা মাতাচ্ছেন স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক আয় তব সহচরী’র (Ay To be Sohochori) কেন্দ্রীয় চরিত্র হিসেবে।
টলিউডের বহু ছবিতেই গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা মিলেছে তার। যেকোনো তারকারই স্বপ্ন থাকে বলিউডে অভিনয় করার, কেননা যতই হোক বলিউড মানে জাতীয় স্তরে নিজেকে প্রদর্শনের একটা সুযোগ থাকে। ইতিমধ্যেই অনেক টলিউড তারকাই বলিউডে নিজেদের পসার জমিয়ে ফেলেছেন। তবে একবার এক সাক্ষাৎকারে কণী সাফ জানিয়েছিলেন, কখনোই বলিউডে অভিনয় করার জন্য ঘন্টার পর ঘন্টা মুম্বইয়ে গিয়ে অডিশনে লাইন দিতে যাবেন না তিনি।
‘অন্দরমহল’ এ অভিনয়ের সময় কণী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। এরপর ছোট্ট কিয়ার জন্ম দেন তিনি। এরপর প্রায় ৪ বছর তিনি বিনোদন জগত থেকে দূরে ছিলেন। এরপর ধীরে ধীরে তিনি অভিনয়ে ফেরেন। সম্প্রতি ‘টনিক’ ছবিতেও অভিনয় করেন তিনি। কিন্তু এত ভালো অভিনেত্রী হয়েও যেন দাম পেলেন না কণী।
তার মতে ওটিটিতে এবং মুম্বইতে অনেক ভালো ভালো কাজ হচ্ছে তবু কেউই তাকে মনে করেন না। তার আক্ষেপ অভিনেত্রীদের তো বয়স হয়না। আজ থেকে একুশ বছর আগে ‘এখানে আকাশ নীল’ ধারাবাহিকে পাখি চরিত্রে অভিনয় করেছিলেন কণীনিকা। কিন্তু আজ ২১ বছর পর আর সেভাবে কাজ মেলেনা তার।
‘আবার আসব ফিরে’-তে অভিনয় করে কণীনিকা প্রশংসা শুনেছিলেন তিনিই ভবিষ্যতের সবচেয়ে প্রতিশ্রুতিমান অভিনেত্রী। কিন্তু তিনি আর সেভাবে ডাক পান নি। যদিও কণী ধরেই নিয়েছেন তার ভাগ্যটাই বুঝি খারাপ।