একটা সময় ছিল যখন বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম পর্দা কাঁপানো জুটির কথা উঠলে প্রথমেই আসতো প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) এবং ঋতুপর্ণা সেনগুপ্ত(Rituparna Sengupta)-এর নাম। তখন সিনেমা হলে এই জুটির সিনেমা মুক্তি পাওয়া মানেই তা ছিল সুপারহিট। এখন সময়ের সাথে সাথে দুজনের একসাথে কাজের সংখ্যা গেলেও দর্শকমহলে আজও অব্যাহত এই জুটির ম্যাজিক।
‘শহর জুড়ে এখন প্রেমের মরশুম’, আর মাত্র কদিন আগেই গিয়েছে ১৪ই ফ্রেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে। এই বিশেষ দিনেই ভক্তদের এক বড়সড় সুখবর দিয়েছিলেন এই ‘প্রাক্তন’ জুটি। প্রসঙ্গত দীর্ঘ বিরতির প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটি পর্দায় ফিরেছিলেন ২০১৬ সালে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ‘প্রাক্তন’ ছবিতে। এরপর শেষবার তাদের একসাথে দেখা যায় ২০১৮ সালে দৃষ্টিকোণ সিনেমায়।
এর ঠিক বছর চারেক পর ভালোবাসা দিবসের দিন সবাইকে চমকে দিয়ে নিজেদের বিয়ের ডিজিটাল কার্ড সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সবাইকে সপরিবারে আমন্ত্রণ জানালেন এই জনপ্রিয় জুটি। যার শুরুতেই জ্বলজ্বল করছে ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’। এরপর স্ক্রিনে ফুটে ওঠে ‘সবিনয় নিবেদন, মহাশয়/ মহাশয়া, বিগত ৩ দশকেরও বেশি সময় ধরে একসঙ্গে স্ক্রিন শেয়ার করার পরে আমরা নতুনভাবে আপনাদের সামনে আসতে চলেছি। প্রসনজিৎ ওয়েডস ঋতুপর্ণা।’
সেইসাথে আরও সংযোজন ‘গুরুজনদের আশীর্বাদ আর সবার ভালোবাসা নিয়ে আগামীদিনে পথ চলতে চাই। পাকা দেখা থেকে বিয়ের সব দায়িত্ব সামলাচ্ছেন সম্রাট শর্মা ও তাঁর টিম হাট্টিমাটিম। বিয়ের ঘটকালির দায়িত্বে পল্লবী চট্টোপাধ্যায়। তত্ত্বাবধানে মোহর ও শর্মিষ্ঠা। ডিজিটাল নিমন্ত্রণ পত্রের দ্বারা ত্রুটি মার্জনীয়। বিনীত, বিনীতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত। বিয়ে সম্পর্কিত যে কোনও রকম তথ্যের জন্য কোনওরকম লজ্জা না পেয়ে ফোন করুন মোহর ও শর্মিষ্ঠাকে।’
তবে বাস্তবে নয় সিনেমার পর্দায় জুটি বাঁধবেন দুজনে। সেই ছবির জন্যই এই অভিনব কায়দায় ঘোষণা করেছিলেন জুটিতে। আর এই ঘটনার ঠিক এক সপ্তাহের মধ্যেই আজ ছুটির দিনেই পাত্রী অর্থাৎ ঋতুপর্ণা সেনগুপ্ত নিজেই সটান হাজির হয়েছিলেন হবু বর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে। এদিন ঋতুপর্ণার সাথে একটি ছবি দিয়ে ক্যাপশনে বুম্বাদা লিখেছিলেন, ‘রকিকে সারপ্রাইজ দিতে কে হাজির দেখুন।’ অভিনেতার পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে প্রসেনজিতের পোষ্য রকিকে কোলে নিয়ে আদর করছেন ঋতুপর্ণা।