শীত পড়তেই বিনোদন জগতে একের পর এক বিয়ের পিঁড়িতে বসছেন তারকা দম্পতিরা। বলিউড হোক কিংবা টলিউড, সর্বত্রই কমবেশি সার্বিক চিত্রটা খানিকটা হলেও একই। উল্লেখ্য ১৪ ফ্রেব্রুয়ারি ভ্যালেন্টাইন্সডের দিনেই আইনি বিয়ে সেরেছিলেন বাংলা টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তথা ‘ধূলোকণা’ (Dhulokona) সিরিয়ালের তান চরিত্রের অভিনেতা মৈনাক বন্দোপাধ্যায় (Mainak Banerjee)।
ওইদিন আইনি বিয়ের পর শুক্রবার ১৮ ফেব্রয়ারি কলকাতার একটি হোটেলে সামাজিক বিয়ে সারলেন এই টেলি অভিনেতা। পাত্রীর নাম ঐশ্বর্য চৌধুরী (Aishwariya Chowdhury)।বিনোদন জগতের মানুষ না হলেও তিনি পেশায় প্রথম সারির এক নামী কোম্পানির গাড়ির ডিজাইনার হিসাবে মুম্বইতে কাজ করেন। এদিন মৈনাক আর ঐশ্বর্যর বিয়েতে বসেছিল কার্যত চাঁদের হাট।
মৈনাক-ঐশ্বর্যর জমকালো বিয়ের অনুষ্ঠানে শামিল হয়েছিল ধুলোকণার গোটা টিম। মানালি, ইন্দ্রাশিস, অনিন্দিতা, ইপ্সিতা সকলেই দলবেঁধে হাজির হয়েছিলেন মৈনাক-ঐশ্বর্যকে শুভেচ্ছা জানাতে। দেখা মিলল সোহিনী সরকার,রিজওয়ান রাব্বানি শেখ, সংঘশ্রী-সহ টেলিপাড়ার বহু পরিচিত মুখের।
বিয়ের দিন নববধূ ঐশ্বর্য সেজে ছিলেন একেবারে সাবেকি সাজে। তার পরনে ছিল লাল টুকটুকে বেনারসি, মাথায় মুকুট, আর সোনার গয়না। কপাল জুড়ে ছিল সুন্দর কলকাও। আর মৈনাক পরেছিলেন মেরুন রঙের ভেলভেটের পাঞ্জাবি। উল্লেখ্য এদিন বর কনে দুজনকেই সাজানোর দায়িত্ব নিয়েছিলেন পোশাকশিল্পী অভিষেক রায়।
বিয়ে বাড়িতেও বজায় ছিল সাবেক কলকাতার আমেজ। প্রসঙ্গত পেশায় কার ডিজাইনার ঐশ্বর্য মুম্বইতে কাজ করেন। কয়েক বছর আগে দুর্গাপুজো উপলক্ষে তিনি নাকি কলকাতায় এসেছিলেন। সেসময় থেকেই মৈনাকের সাথে থেকে বন্ধুত্ব থেকে প্রেম হয় ঐশ্বর্যর। তবে বিয়ে মিটলেও বিয়ের পর মুম্বইতেই থাকবেন ঐশ্বর্য, আর টলিউড ছাড়তে পারবেন না মৈনাকও। তাই আপাতত লং ডিসটেন্স বিয়ে মেনটেন করবেন তারা।