• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘টনিক সিনেমার গল্প টুকে দিয়েছে’, মিঠাই সিরিয়ালের পাহাড়ি পর্ব দেখে কটাক্ষ দর্শকদের

Published on:

Mitha Copied from Tonic

প্রায় একবছর ধরে বাংলার সেরা সিরিয়েল বলতে উঠে আসত ‘মিঠাই’ (mithai) সিরিয়ালের নাম। তবে বিগত দুসপ্তাহে সেটা বদলে গিয়েছে। মিঠাইকে হারিয়ে সেরা সিরিয়ালের শিরোপা ছিনিয়ে নিয়েছে নতুন সিরিয়াল ‘গাঁটছড়া’। তবে হাল ছাড়াতে নারাজ মিঠাই। প্রথম স্থানে ফিরতে শুরু হয়েছে জমজমাট পর্ব। কিন্তু সেখানেও বিপত্তি, এবার অভিযোগ উঠল দেবের সিনেমা থেকে পুরো নকল করা হয়েছে সিরিয়ালের দৃশ্য।

ভাবছেন কি এমন নকল হল? ব্যাপারটা তাহলে বুঝিয়েই বলি। আসলে মিঠাই সিরিয়ালে বর্তমানে দাদাই আর ঠাম্মির সাথে হানিমুনে হাজির হয়েছে মিঠাই আর উচ্ছেবাবু। সেখানে গিয়ে ঠাম্মি আর মিঠাইকে ওয়েস্টার্ন পোশাকে দেখে রীতিমত মাথা ঘুরে গিয়েছে দাদু আর দাদুর রাগী নাতির। তবে এখানেই শেষ নয়, শীতের রাত্রে দাদাই আর দিদা ড্রিঙ্কস করছে এমন দৃশ্যও দেখানো হয়েছে।

Mithai,Bengali Serial,Tonic,Mithai Copied from Tonic,মিঠাই,মিঠাই সিরিয়াল

ড্রিঙ্কস  করার পর দাদাই আর দিদাকে ধরে রুমে দিয়ে এসেছে সিদ্ধার্থ আর মিঠাই মিলে। এমনই দৃশ্য দেখানো হয়েছিল দেবের ‘টনিক’ ছবিতে। তাই দর্শকদের একাংশের অভিযোগ সিনেমা থেকেই  কপি করা হয়েছে এই দৃশ্য। নেটিজেনদের একাংশের অভিযোগ আগের মত আর জমজমাট ব্যাপারটা নেই মিঠাই এর মধ্যে। তাই এদিক ওদিক থেকে কপি করা হচ্ছে। সেই জন্যই আরও জনপ্রিয়তা কমে যাচ্ছে।

Mithai,Bengali Serial,Tonic,Mithai Copied from Tonic,মিঠাই,মিঠাই সিরিয়াল

কিছুদিন আগেও এমনই অভিজ্ঞ করেছিল অনেকে। কোনোমতে জোড়া তাপ্পি দিয়ে সিরিয়াল চলছে। আসল কাহিনী থেকে টুইস্ট নিয়ে অন্য দিকে ঘুরে গিয়েছে মিঠাই। তবে পাহাড়ে মিঠাই উচ্ছেবাবুর রোম্যান্স যে মিঠাই ফ্যানদের নজর কেড়েছে সেটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গাই নেই! দীর্ঘদিন ধরে এমন একটা দৃশ্য দেখার জন্যই অপেক্ষায় ছিল দর্শকেরা।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবারে প্রকাশিত টিআরপি তালিকায় আগের তুলনায় অনেকটাই ভালো ফল করেছে মিঠাই। এক ধাক্কায় প্রথমস্থান থেকে পাঁচে নেমে গিয়েছিল ঠিকই, তবে আবারও তৃতীয় স্থান উঠে এসেছে ইতিমধ্যেই। তাই মিঠাইফ্যানদের আশা হয়তো সামনের সপ্তাহেই আবারো হারানো গৌরব ফিরে পাবে মিঠাই। এখন কি হয় সেটাই দেখার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥