বলিউডের অভিনেতা সালমান খান (Salman Khan) বহু অভিনেত্রীর সাথে কাজ করেছেন। ইন্ডাস্ট্রির অনেক নায়িকাদের প্রথম কাজ সালমান খানের সাথে। এমনি ‘ম্যায়নে পেয়ার কিয়া’ ছবিতে সালমান খানের বিপরীতে কাজ করেছিলেন ভাগ্যশ্রী ও আরেক অভিনেত্রীকে। ঝাঁকড়া চুলম আর উগ্র স্বভাবের মেয়ে ‘সীমা’ এর চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী পরভিন দস্তুর ইরানি (Pervein Dastur Irani)। তবে বিগত কয়েক দশকে আর পর্দায় দেখা মেলেনি অভিনেত্রীর।
‘ম্যায়নে পেয়ার কিয়া’ ছিলঅভিনেত্রীর প্রথমছবি। আর সেই ছবিতেই খলনায়িকার চরিত্রে অভিনয় করেই ব্যাপক জনপ্রিয়তা পেয়ে যান। এরপর বলিউডে কাজ পেতেও শুরু করেন। শাহরুখ খানের সাথে একটি ছবিতে অভিনয় করেন। মনীষা কৈরালার সাথে ‘দিল কে ঝারোকে মে’ ছবিতেও দেখা গিয়েছে তাঁর। তবে হটাৎ করেই নিজেকে বলিউড ইন্ডাস্ট্রি থেকে সরিয়ে নিয়েছেন অভিনেত্রী।
কিন্তু হটাৎ কিএমন হল যে নিজেকে বলিউড থেকে সরিয়ে নিলেন অভিনেত্রী? এই প্রশ্নই তাকে করা হয়েছিল এক সংবাদ মাধ্যমের তরফ থেকে। যার উত্তরে অভিনেত্রী জানিয়েছিলেন সেই সময় বলিউডে খুব একটা বিষয়বস্তু নিভর ছবিই তৈরী হত না। তাই সঠিক কাজের সুযোগের অভাবে নিজেকে সরিয়ে নিই।
তার মতে, সবাই জিজ্ঞাসা করত, ঘোড়া চালাবেন? সুইমিং কস্টিউম পড়বেন? ভালো কাজের সুযোগ সেভাবে ছিল না বললেই চলে। তাই বলিউড ইন্ডাস্ট্রি থেকে নিজেকে সরিয়ে নিই। অন্য কাজ নিয়ে নিজেকে ব্যস্ত করে নিই। প্রায় ১৫ বছর এয়ার ইন্ডিয়ার হয়ে এয়ার হোস্টেসের কাজ করেছি। এরপর হেয়ার স্টাইলিংয়ের কাজ করেছি। পাশাপাশি থিয়েটারে অভিনয়ও করেছি’। আসলে অভিনেত্রীই যে হতে হবে এমনটা স্বপ্ন দেখেননি অভিনেত্রী।
কলেজে পড়াশোনা চলাকালীন মডেলিং শুরু করেছিলেন। সেই থেকে থিয়েটারে কাজের সুযোগ মেলে। প্রথমে ছোট খাটো কাজ দিয়ে শুরু হলেও পরে নাসিরউদ্দিন শাহের চরিত্র ফুটিয়ে তুলেছিলেন মঞ্চে। তাঁর ভালো অভিনয় চোখে পরে সুরজ বার্জাতিয়ার। এরপরেই ‘ম্যায়নে পেয়ার কিয়া’ ছবিতে অভিনয়ের সুযোগ মেলে। তবে সিনেমার অভিনেত্রী হওয়ার খুব একটা ইচ্ছা ছিল না।
আসলে ছবির কাহিনী সম্পর্কে বেশ খুঁতখুঁতে স্বভাবের ছিলেন পরভীন। তাই সবার সাথে কাজ করতেও চাইতেন না। মোট তিনটি ছবি করেছিলেন তিনি, যার শেষটি ছিল শাহরুখ খানের সাথে। এরপর কাজের সুযোগ মিলেছিল, কিন্তু আগ্রহ ছিল না তাই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। বর্তমানে হেয়ার স্টাইলিংয়ের কাজ নিয়েই মেতে আছেন তিনি। অবশ্য সাথে থিয়েটারের কাজও চালিয়ে গিয়েছেন সমান তালে।