বাংলার সিরিয়াল প্রেমীদের কাছে আলাদাই জনপ্রিয়তা রয়েছে জি বাংলার ‘মিঠাই’ (Mithai) সিরিয়ালের। সম্প্রতি টিআরপি রেটিং ধাক্কা খেলেও দর্শকমহলে অব্যাহত মিঠাই ম্যাজিক। ভ্যালেন্টাইন্সডেতেই হানিমুনে গিয়ে দর্শকদের নতুন চমক দিয়েছে সিড-মিঠাই। আর সেই থেকেই পাহাড়ের মনোরম পরিবেশে মিঠাইরানি আর উচ্ছেবাবুর রোম্যান্স দেখার অপেক্ষায় মুখিয়ে রয়েছেন দর্শক।
ইতিমধ্যেই সিরিয়ালের আউটডোর শ্যুটিং করতে মিঠাইয়ের গোটা মোদক পরিবার হাজির হয়েছে মিরিকে। সোশ্যাল মিডিয়ার দৌলতে সিরিয়ালের একাধিক ফ্যান পেজ থেকে শুরু করে, সিরিয়ালের অভিনেতা অভিনেত্রীদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ভরে গিয়েছে মিরিকের শুটিং পর্বের একাধিক ছবি থেকে ভিডিও।
শ্যুটিংয়ের মাঝেই পাহাড়ের মনোরম পরিবেশে তাড়িয়ে তাড়িয়ে ছুটি উপভোগ করছেন মিঠাইয়ের ‘হল্লা পার্টি’। কখনও সাদা গোলাপি সিফনের শাড়ি পাহাড়ের রাস্তায় রিল ভিডিও করছেন মিঠাই অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)। আবার কখনও শুটিংয়ের মাঝেই নিজেদের মতো করে ‘মাচ নিডেড ব্রেক’ উপভোগ করছেন সিরিয়ালের বয়েজ গ্যাং।
এরইমধ্যে জি বাংলার তরফে সোশ্যাল মিডিয়া পেজে শেয়ার করা হয়েছে একটি ভিডিও। সেখানে দেখা পাহাড়ের কোলেই চেয়ার টেবিল সাজিয়ে আড্ডা জমিয়েছেন মিঠাই সিরিয়ালের অভিনেতা অভিনেত্রীরা। সেখানে একেবারে গোল টেবিল বৈঠক বসিয়ে একসাথে জড়ো হয়েছেন পর্দার সিড, সোমবার, রাতুল, স্যান্ডি, শ্রী এবং নন্দা।
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল পাহাড়ের কোলে বসে সুরের দেবী সরস্বতী লতা মঙ্গেশকরের উদ্দেশ্যে সিড অভিনেতা আদৃত রায়ের (Adrit Roy) খালি গলায় গাওয়া গান। আর এদিন দেখা গেল জনপ্রিয় হিন্দি সিনেমা ‘কাল হো না হো’ র গানে আদৃতের সাথেই গলা মেলাচ্ছেন পর্দার সোম, রাতুল, স্যান্ডি, শ্রী সহ নন্দাদের। মিঠাইরানির সিডি বয়ের এই গান শুনে প্রশংশায় ভরিয়ে দিয়েছে নেটপাড়া।
View this post on Instagram