বাংলার ইন্ডাস্ট্রির প্রথম সারির দাপুটে অভিনেত্রীদের কথা উঠলে হামেশাই উঠে আসে ইন্দ্রাণী হালদারের (Indrani Halder) নাম। কিছুদিন আগেই ছোট পর্দায় শেষ হয়েছে তাঁর অভিনীত অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘শ্রীময়ী'(Sreemoye)। দীর্ঘদিন ধরে তাকে এই চরিত্রে দেখতে একপ্রকার অভ্যস্ত হয়ে উঠেছিলেন দর্শকরা। তাই হঠাৎ করেই সিরিয়াল শেষ হয়ে যাওয়ায় মন খারাপ হয়েছিল গিয়েছিল শ্রীময়ী ভক্তদের।
তবে দর্শকদের মন ভালো করতে আগেই কামব্যাক করার সুখবর দিয়েছিলেন শ্রীময়ী অভিনেত্রী ইন্দ্রাণী হালদার। তবে এবার আর ছোট পর্দায় নয়। এবার টেলিভিশন জগতের শ্রীময়ী, মিতালী (Mitali) হয়ে ফিরছেন রূপালি পর্দায়। দীর্ঘদিন পর বড় পর্দায় কামব্যাক করছেন অভিনেত্রী। এসভিএফ প্রযোজিত সুদীপ দাস পরিচালিত ‘কুলের আচার’ (Kuler Achar) সিনেমায় তিনি প্রথমবার জুটি বাঁধতে চলেছেন অভিনেতা নীল মুখোপাধ্যায়ের (Neel Mukherjee) সাথে।
এই সিনেমায় একজন কড়া শ্বাশুড়ির ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে। যিনি তার বৌমা মিঠির কাছে হিটলার নামেই পরিচিত। আসন্ন এই সিনেমায় মিঠির চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita Sarcar)। তার বীপরীতে নায়ক প্রীতমের ভূমিকায় থাকছেন টলিপাড়ার অন্যতম হার্টথ্রব বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee)।
উল্লেখ্য আজকের দিনেও আমাদের সমাজে বিয়ের পর মেয়েদের পদবি পরিবর্তন করা নিয়ে প্রচলিত একটা মিথ আছে। এই বিষয় টাকেই খুব সুন্দর গল্পের বুননে তুলে ধরা হবে এই সিনেমায়। বিয়ের পরেও মিঠির পদবি পরিবর্তন করায় অনীহা নিয়েই যত সমস্যা তার শ্বশুর, শাশুড়ির। কিন্তু তার বর অবশ্য দারুণ সাপোর্টিভ। যদিও মিঠির কাছে সে হল আদতে লেডি হাজব্যান্ড।
গতকাল থেকেই শুরু হয়ে গিয়েছে এই সিনেমার শুটিং। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে প্রত্যেক চরিত্রের ফার্স্ট লুক। প্রসঙ্গত শ্রীময়ীর মতোই ইন্দ্রাণী হালদারের এই মিতালি চরিত্র একজন সাধারণ মধ্যবিত্ত গৃহবধূর গল্প বলে।নতুন ছবি নিয়ে দারুণ উচ্ছসিত অভিনেত্রী। সংবাদমাধ্যমে আসন্ন এই ছবি প্রসঙ্গে অভিনেত্রী বলেন , ‘আমি নিজেও বিয়ের পরে ২টো পদবিই ব্য়বহার করি। আমার মনে হয় সব মেয়েদেরই এই অধিকার থাকা উচিত। এমন একটা বিষয় ছবির পর্দায় উঠে আসছে বলে আমি খুশি। আর ছবির নামটা ভীষণ আকর্ষণীয়।’