টলিউড হোক কিংবা বলিউড, সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে নেটিজেনদের ট্রোলিংয়ের মুখে পড়া সেলিব্রেটিদের কাছে একপ্রকার জলভাতে পরিণত হয়েছে। আজকাল নেটিজেনদের এই অকারণ নীতি পুলিশি থেকে রেহাই পায় না কেউই। এবার গোয়ার সমুদ্র সৈকতে হাতে সিগারেট নিয়ে, বিকিনি পরে হট লুকে ছবি দিয়ে নেটজনতাদের কটাক্ষের মুখে পড়লেন ছোট পর্দার দাপুটে খলনায়িকা জুন আন্টি।
নেটিজেনদের একাংশ আবার অভিনেত্রী ঊষসী চক্রবর্তীর ( Ushasie Chakraborty)প্রয়াত বাবা তথা কমরেড শ্যামল চক্রবর্তীকে টেনে এনে কটাক্ষ করতে ছাড়েননি। উল্লেখ্য গতকাল ছিল অভিনেত্রীর জন্মদিন। বাবার মৃত্যুর পর এদিন ছিল তার দ্বিতীয় জন্মদিন। তবে অনান্য বছরের তুলনায় অভিনেত্রীর এবছরের জন্মদিনটা ছিল একেবারেই আলাদা। শহরের কোলাহল থেকে দূরে নিরিবিলিতে জন্মদিন উদযাপনের জন্য এবছর অভিনেত্রীর গন্তব্য ছিল সমুদ্র শহর গোয়া(Goa)।
গোয়া গিয়েই একেবারে হট অবতারে ধরা দিয়েছেন অভিনেত্রী। প্রকৃতির কোলে গোয়ার সমুদ্রসৈকতে বসে এ এক অন্য সাহসী ঊষসী। এদিন সোশ্যাল মিডিয়ায় জন্মদিন উদযাপনের আগের একটি ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী। সেই ছবিতে দেখা যাচ্ছে গোয়ার সৈকতে একটি পাথরের উপরে বিকিনি পরে বসে আছেন অভিনেত্রী। হাতে তাঁর একটি সিগারেট। তবে সেই সিগারেটে আগুন নেই।
ছবির ক্যাপশনে ঊষসী লিখেছেন, ”ধূমপান করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। তবে সিগারেট হাতে নেওয়া একেবারেই নয়!” অভিনেত্রীর এই ছবি পোস্ট করা মাত্রই তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে নিমেষে। ঊষসীর এই ছবি হুঁশ উড়েছে নেটিজেনদের। জন্মদিনের অসংখ্য শুভেচ্ছাবার্তা, ভালোবাসার পাশাপাশি জুটেছে একাধিক কুমন্তব্যও।
একেবারে হামলে পড়েছেন নেটিজেনদের একটা বিরাট অংশ। কেউ লিখেছেন ” শ্যামল চক্রবর্তীর মেয়ের কাছে এই পোশাকে ছবি তোলা আশা করিনি। শরীরের নিম্নাংশ আরেকটু ঢেকে রাখা উচিত ছিল।” আবার ঊষসীকে কারও পরামর্শ, ”মনে রাখবেন আপনার আলাদা একটা পরিচিতি আছে। এই পোশাক না পরেও জন্মদিন পালন করা যেত।” তবে নেটিজেনদের এহেন নীতি পুলিশিকে একেবারেই পাত্তা দেননি ঊষসী।বরং সংবাদমাধ্যমে অভিনেত্রীর আফশোষ “মনে হচ্ছে, আগের জন্মদিনগুলোও এ ভাবেই পালন করা উচিত ছিল!’’