১৬ ই ফেব্রুয়ারী সকালেই দেশবাসীর ঘুম ভেঙেছে দুঃসংবাদ শুনে৷ এদিন মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় বাপ্পী লাহিড়ীর। স্বভাবতই সারা দেশজুড়ে নেমে আসে শোকের ছায়া। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬৯ বছর৷ প্রবাদপ্রতিম গায়ক তথা সুরকার বাপ্পী লাহিড়ীর চিকিৎসকেরা সংবাদ সংস্থা ‘পিটিআই’কে এই খবর নিশ্চিত করে জানায় বাপ্পী লাহিড়ী মৃত।
তারা জানিয়েছেন যে, গায়ক নাকি একাধিক স্বাস্থ্য জনিত সমস্যায় জর্জরিত ছিলেন। তিনি বলিউডকে প্রথম ‘ডিস্কো’ মিউজিকের স্বাদ দেন। তাই তিনি ‘ডিস্কো কিং’ নামে পরিচিত ছিলেন৷ প্রকৃত পক্ষে তিনি ছিলেন ‘ট্রেন্ড সেটার’। তাই তার হাত ধরেই আশির দশকে বলিউডে চালু হয়েছিল ডিস্কো গানের ট্রেন্ড।
তার অন্যরকম ড্রেসিং সেন্সের কারণেও তিনি চর্চিত ছিলেন৷ সোনার প্রতি বাপ্পী লাহিড়ীর ভালোবাসার কথা অজানা নয় কারও কাছেই। সারা গা ভর্তি তিনি নিজেকে মুড়ে রাখতেন সোনার গয়নায়। এই কারণে তাকে ‘গোল্ডেন ম্যান’ ও বলা হত।
সোনা ছাড়া তাকে কখনোই দেখা যায়নি। এমনকি সোনা ছাড়া বাপ্পী দাকে দেখলে শ্রোতা বা অনুরাগীদেরও মন খারাপ হয়ে যেত। কিন্তু জানেন কি সোনার প্রতি এই অদমাই ভালোবাসা গোল্ডেন ম্যানের ঠিক কবে থেকে জন্মালো?
একটিভসাক্ষাৎকারে নিজেই এই কথা জানিয়েছিলেন বাপ্পী লাহিড়ী, যে সোনা তার জন্য খুব লাকি। জখমী গানের রেকর্ডিং এর সময়েই তার মা ভগবানের নাম লেখা এক সোনার লকেট সঙ্গে হার উপহার দেন। এমনকি তার ঘরের লক্ষ্মী অর্থাৎ বাপী পত্নীও মনে করতেন সোনা সাথে রাখা ভালো। আর তার গলার গণপতির সোনার চেইন কখনোই হাতছাড়া করতেন না তিনি। এরপর থেকে সোনার প্রতি তারও ভালোবাসা জন্মায়, এবং তিনি হয়ে ওঠেন ‘স্বর্ণ মানব’।