বাঙালির বিনোদনের ডেলিডোজ হল মেগা সিরিয়াল। তাই অবসর সময়ে সিরিয়াল দেখতে ভালোবাসেন কমবেশি সকলেই। এই মুহুর্তে বাংলার সিরিয়াল প্রেমীদের কাছে বিপুল জনপ্রিয় এমনই একটি সিরিয়াল হল দি বাংলার ‘এই পথ যদি না শেষ হয়’ (Ei Poth Jodi Na Sesh Hoi)। সিরিয়ালের নায়ক নায়িকা উর্মি সাত্যকির জুটি দারুন জনপ্রিয় অনুরাগীদের কাছে।
সিরিয়ালে প্রাণবন্ত, ছটফটে মিষ্টি নায়িকা উর্মির চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অন্বেষা হাজরা (Anwesha Hazra) অন্যদিকে একটু সিরিয়াস গোছের নায়ক সাত্যকির চরিত্রে অভিনয় করছেন অভিনেতা ঋত্বিক মুখার্জী (Writwik Mukherjee)। শুরু থেকেই এই সিরিয়ালটি আর পাঁচটা সিরিয়াল থেকে একেবারে আলাদা। সাংসারিক কূটকচালি নয় বরং বিনোদনের মোড়কে ফুটে উঠেছে বাস্তব জীবনের নানান দিক।
তাই এই সিরিয়ালের চরিত্রদের সাথে সহজেই নিজেদের একাত্ম করতে পারেন দর্শকরা। প্রতি সপ্তাহেই এই সিরিয়ালের দর্শকদের জন্য থাকছে নিত্যনতুন চমক। সদ্য প্রেম দিবসের বিশেষ পর্ব দেখানো হয়েছে সিরিয়ালে। তাই এই সিরিয়ালের যারা নিয়মিত দর্শক,তারা ইতিমধ্যেই দেখেছেন মুখে ভ্যালেন্টাইনস ডে মানিনা বললেও, উর্মির জন্য আগে থেকেই সারপ্রাইজ প্লান করে রেখেছিল তার টুকাইবাবু।
তাই সারপ্রাইজ দিতে বাড়ি থেকে উর্মি কে নিয়ে বেরিয়ে আসে সাত্যকি। এখানেই শেষ নয় ভালোবাসা দিবসে উর্মি একেবারে অভিনব উপহার দিয়ে চমকে দেয় সাত্যকি বাবু। দেখা যায় বৌয়ের জন্য প্রেম দিবসে দুটি চারা গাছ নিয়ে এসেছে টুকাইবাবু। বরের এমন উপহার দেখে প্রথমে কিছু বুঝতে পারছিল না উর্মি।
উপহার হিসাবে আনা রাধাচূড়া আর কৃষ্ণচূড়া গাছ দুটো মাটিতে বসানোর সময় গাছ উপহার দেওয়ার কারণ জানিয়ে সাত্যকি উর্মিকে , বলে আসলে সময়ের সাথে সাথেই এই গাছ দুটো যত বড় হবে, তত তাদের ভালোবাসা বাড়বে। তাই একসময় তারা পৃথিবীর বুকে না থাকলেও এই গাছ দুটো থেকে গিয়ে তাদের ভালোবাসা কে অমর করে তুলবে।