• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এত কান্ডের শেষে বিয়ের দিনেও গন্ডগোল! জীবনের চরম ভুলের মুখে সাঁজি, ভাইরাল ভিডিও

Published on:

খড়কুটো,Khorkuto,গুনগুন,Gungun,সৌজন্য,Soujanya

সিরিয়াল মানেই দর্শকদের অত্যন্ত পছন্দের একটি বিষয়। আর প্রতিদিন বিকেল গড়িয়ে সন্ধ্যা হতেই প্রত্যেক বাড়িরই ড্রয়িং রুমে ভীড় করে আসে একের পর সিরিয়ালের চরিত্ররা। তাই রোজকার নিয়মে পছন্দের সিরিয়াল দেখতে বসে যান সিরিয়ালের পোকা দর্শকরা। কর্মব্যস্ত জীবনে একমুঠো অক্সিজেনের মতো কাজ করে এই সিরিয়ালগুলি। টিভির পর্দায় পছন্দের চরিত্রদের না দেখা পর্যন্ত গোটা দিনটাই যেন অসম্পূর্ণ থেকে যায় দর্শকদের।

তাই অবসর সময়ে সিরিয়াল দেখতে ভালোবাসেন কম বেশি সকলেই। দর্শকমহলে বিপুল জনপ্রিয় এমনই একটি সিরিয়াল হল স্টার জলসার ‘খড়কুটো’ (Khorkuto)। এই সিরিয়ালের যারা নিয়মিত দর্শক তারা সকলেই জানেন সিরিয়ালে এখন পটকার মেয়ে সাঁজির বিয়ের পর্ব দেখানো হচ্ছে। তাই সৌগুন পরিবারে এখন তৈরি হয়েছে বিয়ের আমেজ।

খড়কুটো,Khorkuto,গুনগুন,Gungun,সৌজন্য,Soujanya

বাড়ির আদরের মেয়ের বিয়েতে মেতে উঠেছে গোটা পরিবার। ইতিমধ্যেই সিরিয়ালে দেখা গেছে ভালোমানুষের মুখোশ পরে মুখার্জী বাড়ির মেয়ে সাঁজিকে রীতিমতো ফাঁদে ফেলেছে স্রোত এবং স্রোতের পরিবার। শুরু থেকেই এই বিয়েতে একেবারেই মত ছিল না সাঁজির বাবা পটকা এবং দাদা সৌজন্য। স্রোতের বাড়ির লোকজন বিশেষ করে তার মা যে একেবারেই সুবিধার নয়, সেকথা বুঝতে পেরেছেন সকলেই।

খড়কুটো,Khorkuto,গুনগুন,Gungun,সৌজন্য,Soujanya

সিরিয়ালে দেখা গেছে সাঁজির হবু শ্বশুরবাড়ির লোকজন সবাই একেবারে মিথ্যাবাদী। ছেলে স্রোতের চাকরি থেকে বাড়ি সবই ভুয়ো। এছাড়াও সামনে এসেছে এমনই একাধিক সত্যি। কিন্তু সত্যিটা এখনও জানে না সাঁজির বাড়ির লোক। অন্যদিকে সাঁজিও ঠিক করে ফেলেছে যাই হয়ে যাক ওই ছেলেকেই সে বিয়ে করবে।

খড়কুটো,Khorkuto,গুনগুন,Gungun,সৌজন্য,Soujanya

এরইমধ্যে সিরিয়ালে দেখা গিয়েছে বিয়ের মন্ডপে এসে দাঁড়িয়েছে সাঁজি। কিন্তু বিয়ের দিনেও গন্ডগোল। বিয়ে করতে এসেছে অথচ বিয়ের জোড়টুকু আনেনি ছেলে। এমন কান্ড দেখে বিয়ের মন্ডপে দাঁড়িয়ে সাঁজি মনে মনে ভাবতে শুরু করে জীবনের চরম ভুলটাই সে করে ফেলছে না তো! অন্যদিকে স্রোত ও মনে মনে ভাবতে শুরু করে বিয়ে টা হয়ে গেলেই হয়, এবার একে একে সব অপমানের বদলা নেবে সে।

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥