দর্শকমহলে দিনে দিনে বাড়ছে মেগা সিরিয়ালের চাহিদা। তাই দর্শকদের বিনোদনের কথা মাথায় রেখে সন্ধ্যা হতেই নিত্যনতুন সিরিয়ালের ডালি নিয়ে হাজির হয় বিনোদন মূলক চ্যানেল গুলি। সেইসাথে রয়েছে টিআরপির দৌড়ে এগিয়ে থাকার লড়াই। তাই প্রতিপক্ষ চ্যানেল গুলিকে কড়া টক্কর দিতে বস্তাপচা কনটেন্ট নয় পরিবর্তে ভিন্ন স্বাদের গল্পকেই বাজি ধরছে চ্যানেল কর্তৃপক্ষ।
গত বছর থেকেই একের পর নতুন সিরিয়াল শুরু হয়েছে জি বাংলার পর্দায়। আর এক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে নারীকেন্দ্রিক চরিত্রগুলোকে। তা সে গ্রামের লড়াকু মেয়ে উমার ক্রিকেট খেলার স্বপ্ন হোক কিংবা গান পাগল পিলুর গানের তালিম নেওয়ার প্রবল ইচ্ছা হোক অথবা মিঠাইয়ের মতো অলরাউন্ডার বাড়ির বৌমা হোক। সবসময়ই জি বাংলার তরফে কুর্নিশ জানানো হয়েছে, মেয়েদের লড়াকু মানসিকতা কে।
এরইমধ্যে গতকাল অর্থাৎ ভালোবাসার দিনেই জি বাংলার পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘লক্ষ্মীকাকিমা সুপারস্টার’ (Lakshmi Kakima Superstar)। এই ধারাবাহিকের অন্যতম প্রধান ইউএসপি হলেন স্বয়ং লক্ষ্মী কাকিমা। অর্থাৎ অভিনেত্রী অপরাজিতা আঢ্য। এই সিরিয়ালের মাধ্যমে প্রতিদিন সংসারের ঘেরাটোপে থাকতে থাকতে দুহাতেই দশভূজা হয়ে ওঠা সুপারস্টার মা কাকিমাদের বাস্তব গল্প তুলে ধরা হচ্ছে।
উল্লেখ্য সিরিয়ালের শুরুর আগেই একটা প্রোমোতেই টিভির পর্দায় নিজের দাপট দেখিয়ে দিয়েছিলেন অভিনেত্রী। গতকাল সিরিয়ালের প্রথম দিনেই দেখা গিয়েছে লক্ষ্মী কাকিমার দশভূজা রূপ। তার সমস্ত শক্তির আধার তার দোকান লক্ষ্মী ভান্ডার। একপ্রকার বাড়ির সকলের বিরুদ্ধে গিয়েই একার কাঁধেই গোটা সংসারের দায়িত্ব নিয়েছেন লক্ষ্মী কাকিমা।
ইতিমধ্যেই সিরিয়ালে দেখানো হয়েছে সাড়ম্বরে সরস্বতী পুজো উদযাপনে মেতেছে লক্ষ্মী কাকিমার বাড়ির সকলে। সবটা সামলেই সরস্বতী পুজোর সন্ধ্যায় পাড়ার মেলায় ঘুগনির দোকান দেয় লক্ষ্মী কাকিমা। কিন্তু আগে থেকেই ষড়যন্ত্র করে তাতে অনেকটা ঝাল মিশিয়ে দেয় লক্ষ্মী কাকিমার ছোট জা।সোশ্যাল মিডিয়ায় এই পর্বের ভিডিও ক্লিপিংস দেখে নেটিজেনদের কটাক্ষ শুরুতেই কেন কূটকচালি দেখানো হচ্ছে সিরিয়ালে।