বাঙালির বিনোদনের প্রতিদিনের ডোজ নিয়ে হাজির হয় জি বাংলা। তবে বর্তমানে টিআরপি (TRP) লিস্টে জি বাংলার (Zee Bangla) জোর একটু কমেছে। তাই হারানো টিআরপি ফিরে পেতে একাধিক নতুন সিরিয়াল এসেছে জি বাংলার পর্দায়। এবার নতুন এই সিরিয়ালের তালিকায় জুড়েছে আরও এক সিরিয়াল ‘গৌরী এল’ (Gouri Elo)। ইতিমধ্যেই সিরিয়ালের প্রোমো ভিডিও প্রকাশ্যে এসেছে। এবার সিরিয়ালের সম্প্রচারের সময় নিয়ে চলছে জল্পনা কল্পনা।
বেশ কিছু নতুন সিরিয়াল ইতিমধ্যেই শুরু হয়েছে। তাদের জায়গা করে দিতে অপেক্ষাকৃত কম জনপ্রিয় পুরোনো সিরিয়ালগুলির টাইম স্লট পরিবর্তন হয়ে গিয়েছে। আবার কিছু সিরিয়েল শেষ হয়ে গিয়েছে। তাহলে নতুন এই সিরিয়ালকে জায়গা করে দিতে কোনো সিরিয়ালের সময় বদলে যাবে! কখন থেকে সম্প্রচারিত হবে এই সিরিয়াল? এমন নানা প্রশ্ন জাগছে নেটিজেনদের মনে।
নতুন এই ‘গৌরী এল’ সিরিয়ালের পরিচালক হলেন স্বর্ণেন্দু সমাদ্দার। তারই ক্রেজি আইডিয়াজ মিডিয়ার তরফে এই সিরিয়াল আসতে চলেছে টিভির পর্দায়। নতুন এই সিরিয়ালের সম্প্রচারের সময় এখনও পর্যন্ত খোলসা করা না হলেও ইতিমধ্যেই দর্শকেরা কিন্তু ঠিকই আন্দাজ করে ফেলেছে কখন দেখা যেতে পারে সিরিয়ালটি। এর জন্য চ্যানেলের বেশ কিছু টিআরপির দিক থেকে দুর্বল সিরিয়ালদের নিয়ে আলোচনা করেছে দর্শকেরা।
টিআরপি তালিকায় বিগত বেশ কয়েক সপ্তাহ ধরে জনপ্রিয়তা কমেছে যমুনা ঢাকি সিরিয়ালের। একসময় প্রথম তিন থেকে পাঁচে থাকলেও বর্তমানে সেরা দশেও নেই যমুনা ঢাকি। তাই অনেকের মতে, যমুনার বদলে ৭.৩০ থেকে সম্প্রচার করা হতে পারে ‘গৌরী এল’ সিরিয়ালের। আবার ‘জীবন সাথী’ সিরিয়ালও প্রায় শেষের দিকে এগোচ্ছে। তাই এই সিরিয়ালটি যদি বন্ধ হয়ে যায় তাহলে ১০.৩০ থেকে দেখা যেতে পারে নতুন সিরিয়াল। আপাতত এই দুই টাইম স্লটের কোনো একটিতেই সম্প্রচার হবে বলেই মনে করেছেন দর্শকেরা।
তবে, প্রোমো ভিডিও দেখে মনে হচ্ছে সিরিয়ালের কাহিনী দর্শকদের বেশ আকর্ষণ করতে পারে। তাই হয়তো চ্যানেল কর্তৃপক্ষ রাতের টাইম স্লটের বদলে সন্ধ্যের দিকে অর্থাৎ প্রাইম টাইমেই আনতে পারে। অবশ্য ‘গৌরী এল’ এর সম্প্রচারের তারিখ এখনও পর্যন্ত জানা যায়নি। হয়তো এমাসের শেষ বা আগামী মাস থেকে আরম্ভ হবে এই সিরিয়াল।
View this post on Instagram
প্রসঙ্গত, নতুন সিরিয়ালের নতুন নায়ক নায়িকাদের ইতিমধ্যেই প্রোমো ভিডিওতে দেখে গেলেছেন দর্শকেরা। সিরিয়ালের মূল নায়িকার চরিত্রে রয়েছে নতুন অভিনেত্রী মোহনা মাইতি। ডান্স বাংলা ডান্সের প্রতিযোগী হিসাবে পরিচিত মোহনা, এই সিরিয়ালের মধ্যে দিয়েই অভিনয়ে আসছেন। অন্যদিকে নায়কের চরিত্রে থাকছেন বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়। নায়িকা নতুন হলেও নায়ক কিন্তু টেলিপাড়ার পরিচিত মুখ, এর আগে ‘দূর্গা দুৰ্গেশ্বরী’ থেকে ‘মহাপীঠ তারাপীঠ’ সিরিয়ালে দেখা গিয়েছে অভিনেতাকে।