• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এই বয়সেও ভ্যালেন্টাইন্স ডেতে উপহার পাঠায় গোপন প্রেমিক! রিটার্ন গিফট দিলেন ৪৬ এর শ্রীলেখা

Published on:

শ্রীলেখা মিত্র,Sreelekha Mitra,ভ্যালেন্টাইন্স ডে,Valentines Day,Gift,উপহার,Secret Admirer,গোপন প্রেমিক,Social Media,সোশ্যাল মিডিয়া

বাংলা বিনোদন জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra) । বরাবরই স্পষ্টবাদী অভিনেত্রী। তাই মনের কথাই মুখের ওপর স্পষ্ট বলে দিতেই ভালোবাসেন অভিনেত্রী। তা সে প্রেম হোক কিংবা রাজনীতি,যে কোনো বিষয়েই কোনোরকম রাখঢাক না রেখেই খুল্লামখুল্লা মন্তব্য করতে পছন্দ করেন অভিনেত্রী।

বরাবরই নিজের মর্জি মাফিক জীবনটাকে চুটিয়ে উপভোগ করতে ভালোবাসেন শ্রীলেখা মিত্র। যার জেরে তাকে নিয়ে সমালোচনাও কম হয় না। কিন্তু কখনই কারও কথার ধার ধারেন না অভিনেত্রী। তবে, দৈনন্দিন জীবনের ব্যাস্ত শিডিউলের মধ্যেই সুযোগ পেলে নিজের সুখ দুঃখের কাহিনী সোশ্যাল মিডিয়ায় উজার করে দেন অভিনেত্রী।

Sreelekha Mitra
ভ্যালেন্টাইন্স ডে (Valentines Day) মানেই অনেকের কাছে হুজুগে গা ভাসিয়ে দেওয়া মনে হলেও বিশেষ দিনে উপহার পেতে কার না ভালো লাগে! ব্যতিক্রম নন, সকলের প্রিয় শ্রীলেখা মিত্রও। সোশ্যাল মিডিয়ার দৌলতে তার প্রেমিক হৃদয়ের কথা অজানা নয় কারও কাছেই। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি দিয়ে অভিনেত্রী লিখেছিলেন ‘মেয়ে পছন্দ’?

শ্রীলেখা মিত্র,Sreelekha Mitra,ভ্যালেন্টাইন্স ডে,Valentines Day,Gift,উপহার,Secret Admirer,গোপন প্রেমিক,Social Media,সোশ্যাল মিডিয়া

ব্যাস তাতেই তোলপাড় হয়ে যায় গোটা সোশ্যাল মিডিয়া। নেটিজেনদের মধ্যে অধিকাংশই ধরে নেন বিয়ের জন্য পাত্র খুঁজছেন অভিনেত্রী। পরে শ্রীলেখা এও জানান তার মেয়ের বয়সী ছেলেরাও তাকে বিয়ের প্রস্তাব দিচ্ছে। আর এবার ভ্যালেন্টাইন্স ডের সকালে গোপন প্রেমিকের দেওয়া সারপ্রাইজ গিফট পেয়ে একেবারে কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেলেন অভিনেত্রী।সোশ্যাল মিডিয়ায় নিজের সেই বেনামী প্রেমিকের দেওয়া লাল-গোলাপী গোলাপ ফুলের বোকের ছবি দিয়েছেন শ্রীলেখা।

শ্রীলেখা মিত্র,Sreelekha Mitra,ভ্যালেন্টাইন্স ডে,Valentines Day,Gift,উপহার,Secret Admirer,গোপন প্রেমিক,Social Media,সোশ্যাল মিডিয়া

সেইসাথে গোপন প্রেমিকের পরিচয় জানতে না পারার জন্য রীতিমতো আফশোসের সুরে অভিনেত্রী লিখেছেন  ‘বেনামী প্রেমিকের থেকে পেয়েছি। কী করে বুঝব কে পাঠিয়েছে? আমি কিংকর্তব্যবিমূঢ়।’ শ্রীলেখার এই পোস্টে রসিকতা করে একজন লিখেছেন ‘আরে বাবা ফুল পেয়েছ সেটা উপভোগ করো, গাছের খোঁজ নিয়ে কী হবে’। আবার একজন লিখেছেন ‘দেখি কে কে এটা নিজের পাঠানো বলে দাবি করে’। এই পোস্টের কিছুক্ষণ পরেই নিজের একটি মিষ্টি ছবি দিয়ে শ্রীলেখা লিখেছেন গোপন প্রেমিকের জন্য রিটার্ন গিফট।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥