• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

লেখাপড়া নিয়ে শুরু হয়ে পরকীয়ার গল্প! রাগের বশে ‘আয় তবে সহচরী’ পরিচালনা ছাড়লেন পরিচালক

Published on:

Aye Tobe Sohochori Serial director Sunam Das opens up about twists in story

বাংলা সিরিয়াল মানেই কূট কাচালি, পরকীয়ার গল্প, এমনটাই ধারণা দর্শকদের একাংশের। তবে এই ধারণা পাল্টে ষ্টার জলসার (Star Jalsha) পর্দায় শুরু হয়েছিল ‘আয় তবে সহচরী’ (Aye Tobe Sohochori) সিরিয়াল। যেখানে মধ্যবয়সী এক গৃহবধূর পড়াশোনার প্রতি ভালোবাসা, কলেজে ফেরার গল্প থেকে অসমবয়সী এক বন্ধুত্বের কাহিনী তুলে ধরা হয়েছিল। দর্শকেরা সেই কাহিনী বেশ উপভোগ করছিলেন। কিন্তু এবার সেই গল্পেও পড়েছে পরকীয়ার কোপ।

বর্তমানে সিরিয়ালে সহচরীকে আর কলেজে যেতে দেখা যায় না। সহচরী ছেলের সাথে ধিঙ্গির বিয়ে হয়ে গিয়েছে। বাড়িতে হাজির হয়েছে সহচরীর স্বামীর প্রেমিকা ‘দেবিনা’। যে চাই সহচরীকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে, অর্থাৎ সেই একই ধরণের গতানুগতিক পরকীয়া সিরিয়ালের পথেই হেঁটেছে এই সিরিয়ালটিও। যে কারণে নেটপাড়ায় নেটিজেনদের ব্যাপক ট্রোলের মুখে পড়তে হয়েছে সিরিয়ালটিকে।

ষ্টার জলসা,আয় তবে সহচরী,বাংলা সিরিয়াল,পরিচালক সুমন দাস,Director Suman Das,Aye Tobe Sohochori,Star Jalsha,Bengali Serial

নেটিজেনদের মতে, দেবীনাকে প্রবেশ করানোর পর থেকেই ম্যান পরে গিয়েছে সিরিয়ালের। মূল পড়াশোনা করার ট্রাকটাই  হারিয়ে গিয়েছে। বদলে পরকীয়া সম্পর্ক প্রাধান্য পাচ্ছে। একঘেয়ে এই ট্র্যাক পাল্টানো ও দেবিনার চরিত্রটাকে বিদেয় করার দাবিতে সরব হয়েছেন দর্শকেরা। সিরিয়ালের নতুন কোন প্রোমো ভিডিও শেয়ার করা হলেই তাতে এই প্রসঙ্গে মন্তব্য করতে দেখা যাচ্ছে অনেককে।

তবে শুধু যে দর্শকরাই অসহ্য তা কিন্তু নয়, সিরিয়ালের পরিচালক নিজেও একপ্রকার হতাশ। ‘আয় তবে সহচরী’ সিরিয়ালের পরিচালক সুমন দাস পড়াশোনা শিক্ষাদীক্ষার বদলে গল্পে পরকীয়ার এই প্রাধান্য মেনে নিতে পারেননি। তাই পরিচালনার দায়িত্ব থেকে সরে গিয়েছেন তিনি, বর্তমানে অন্য পরিচালক এসেছেন সিরিয়ালে। এটাই কি সত্যি? নাকি পরিচালক বদলের পিছনে রয়েছে অন্য কোনো কারণ!

ষ্টার জলসা,আয় তবে সহচরী,বাংলা সিরিয়াল,পরিচালক সুমন দাস,Director Suman Das,Aye Tobe Sohochori,Star Jalsha,Bengali Serial

পরিচালক নিজেও সিরিয়ালে সহচরীর কলেজের প্রফেসরের চরিত্রে অভিনয় করেছিলেন। তাঁর কথায়, ‘ সিরিয়ালের পরিচালনার জন্য প্রথমে ১ মাসের চুক্তি ছিল। এরপর অনেক জোরাজুরি করায় ৪ মাস করেছিলাম। তবে একটা সময় পরে হাঁপিয়ে উঠেছিলাম। পরিচালক যেমনটা চাইছিলেন তেমনটা দিতে পারছিলাম না। তাই ভাবলাম সম্পর্ক নষ্ট করে কি লাভ! তার থেকে এখন থেকে বেরিয়ে আসাটাই শ্রেয়’।

ষ্টার জলসা,আয় তবে সহচরী,বাংলা সিরিয়াল,পরিচালক সুমন দাস,Director Suman Das,Aye Tobe Sohochori,Star Jalsha,Bengali Serial

এখানেই শেষ নয় তিনি আরও বলেন, ‘সাধারণত আমি এমন টিপিক্যাল মেগা সিরিয়ালের বদলে একটু ধরে কাজ করতেই বেশি ভালোবাসি। মেগা সিরিয়ালের ৪ মাস পর আর কিছু থাকে না’। তাই নিজেকে সিরিয়ালের পরিচালনার দায়িত্ব থেকে সরিয়ে নিয়েছেন তিনি। তবে তাঁর মতে, ‘আবারও যখন পর্দায় সহচরী কলেজের পথ ফিরবে তখন প্রযোজক আমায় ফেরাতে চাইলে নিশ্চই ফিরবো’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥