• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

টাকার গাছ নিয়ে হাজির Didi No 1 সিজেন ৯, একত্রে দিতিপ্রিয়া, অন্বেষা, রচনা, ভাইরাল নতুন প্রোমো

Published on:

Shopping Market to Money Tree Didi No 1 Season 9 Promo Video

মানুষের বিনোদনের সেরা মাধ্যম হিসাবে আজ সিনেমা বাদে সর্বক্ষণের সঙ্গী টেলিভিশন। আর বাঙালি দর্শকদের কাছে বেশ প্রিয় টিভি রিয়্যালিটি শো ‘দিদি নং ১’ (Didi No 1)। অভিনেত্রী রচনা ব্যানার্জীর (Rachana Banerjee) সঞ্চালনায় এক দশকেরও বেশি সময় ধরে সমান জনপ্রিয় দিদি নং ১। বর্তমানে দিদি নং ১ এর সিজেন ৮ চলছিল। তবে সিজেন ৮  আজ শেষ হয়ে যাচ্ছে, আজ বিকেলেই হয়ে যাচ্ছে দিদি নং ১ সিজেন ৮ এর গ্রান্ড ফিনালে। আর কাল অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে এর দিনেই শুরু হচ্ছে দিদি নং ১ সিজেন ৯।

প্রতিদিন বিকেল ৫টা বাজলেই হাজির হন রচনা ব্যানার্জী। দেখতে দেখতে প্রায় হাজার পর্ব শুট হয়ে গিয়েছে এই সিজেনের। যেখানে রীতিমত চাঁদের হাট বসে গিয়েছে। আজ রাত ৮.৩০ মিনিটে শুরু হতে চলেছে দিদি নং ১ এই সিজেনের ফিনালে। জজ থেকে অনিক, গায়ক থেকে অভিনেতা সবাই মিলে জনজমাট একটা সন্ধ্যে উপহার পেতে চলেছে দর্শকেরা। তাই ফাইনাল একেবারেই মিস করা চলবে না।

Didi No 1 Season 9,New Didi No 1 Promo,Money Tree,Rachana Banerjee,Ditipriya in Didi No 1,Anwesha Roy in Didi No 1,Sandipta Sen in Didi No 1,সন্দীপ্তা সেন,দিতিপ্রিয়া রায়,রচনা ব্যানার্জী,দিদি নং ১,দিদি নং ১ সিজেন ৮ গ্রান্ড ফিনালে,দিদি নং ১ সিজেন ৯

তবে এই সিজেন শেষ হচ্ছ এবলে মন খারাপের কিচ্ছু নেই! কারণ আগামীকাল থেকেই বিকেল ৫টা থেকেই আবারও ফিরছে দিদি নং ১। তবে একেবারে নতুন রূপে আর নতুন সমস্ত খেলা নিয়ে। ইতিমধ্যেই নতুন সিজেনের একটি প্রমো ভিডিও শেয়ার করা  হয়েছে জি বাংলার ফেসবুক পেজে। যা ইতিমধ্যেই বেশ ভাইরাল হয়ে পড়েছে।

Didi No 1 Season 9,New Didi No 1 Promo,Money Tree,Rachana Banerjee,Ditipriya in Didi No 1,Anwesha Roy in Didi No 1,Sandipta Sen in Didi No 1,সন্দীপ্তা সেন,দিতিপ্রিয়া রায়,রচনা ব্যানার্জী,দিদি নং ১,দিদি নং ১ সিজেন ৮ গ্রান্ড ফিনালে,দিদি নং ১ সিজেন ৯

নতুন এই প্রোমোতে প্রথমেই দেখা যাচ্ছে বিশাল এক সুপার মার্কেট যেখান থেকে যা খুশি নেওয়া যেতে পারে। রানীমা খ্যাত অভিনেত্রী দিতিপ্রিয়া থেকে এই পথ যদি না শেষ হয় সিরিয়ালের উর্মি অভিনেত্রী অন্বেষা সেই মার্কেট থেকে ট্রলি ভর্তি জিনিসপত্র নিচ্চে। এরপর দেখা গিয়েছে আস্ত একটা টাকার গাছ। হ্যাঁ! ঠিকই শুনেছেন টাকার গাছ, যার থেকে ঝুলে আছে টাকা। সেই টাকা পেড়ে নিতে পারলেই আপনার।

প্রোমোতে দেখা যাচ্ছে অভিনেত্রী সন্দীপ্তা সেন লাফিয়ে লাফিয়ে টাকার গাছ থেকে ২৫০০ টাকা পেড়ে নিয়েছেন। এমনই মজার মজার সব নতুন খেলা নিয়ে একেবারে নতুন রূপে হাজির হতে চলেছে দিদি নং ১ সিজেন ৯। তবে প্রতিবারের মত এবারেও সঞ্চালনায় থাকবেন সকলের প্রিয়  অভিনেত্রী রচনা ব্যানার্জী। নতুন সিজেনের প্রোমো ভিডিও দেখে এখন থেকেই উচ্ছসিত দর্শকেরাও। ভিডিওর কমেন্ট বক্স দেখলেই সেটা বোঝা যাচ্ছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥