• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

একসপ্তাহ হল প্রয়াত হয়েছেন লতাজি, শেষ শ্রদ্ধা জানাতে ‘লগ যা গলে’ গাইলেন সালমান খান, রইল ভিডিও

আজ একসপ্তাহ হল পৃথিবী ছেড়ে সুরের দেশে পাড়ি দিয়েছেন লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। আজ পর্যন্ত অনেক গায়িকা এসেছেন পৃথিবীতে তবে তাঁর মত কেউই নন। আলাদাই জাদু ছিল তাঁর কণ্ঠে, যা কোটি কোটি শ্রোতাকে মুগ্ধ করত। সুর সম্রাজ্ঞী প্রয়াত হলেও তাঁর সৃষ্টি অজস্র গানের মধ্যে দিয়েই তিনি অমর থাকবেন যুগ যুগ ধরে। এবার  লতাজিকে শেষ শ্রদ্ধা জানালেন বলিউডের সালমান খান (Salman Khan)।

বিগত ৬ই ফেব্রুয়ারি সরস্বতী বিসর্জনের দিনেই আমাদের ছেড়ে চলে গিয়েছেন লতা মঙ্গেশকর। লতাজি যে আমাদের ছেড়ে চলে গিয়েছেন এটা আজও মেনে নিতে পারছেন না অনেকেই। তাঁর পিছলে যাওয়ার পর অনেকেই নিজেদের মত করে তাকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন। তার শেষকৃত্যের যাত্রাতেও লক্ষ লক্ষ মানুষের ভিড় উপচে পড়েছিল প্রিয় শিল্পীটিকে একবার শেষ দেখা দেখবার জন্য। সকলের চোখের কোণে দেখা গিয়েছিল সুরহারা হওয়ার জল।

   

Salman Khan,Lata Mangeshkar,Salman Khan Tribute to Lataji,সালমান খান,লতা মঙ্গেশকর,সালমান খানের গান,Salman Khan Singing

সম্প্রতি লতাজির গাওয়া গানেই শ্রদ্ধার্ঘ্য জানালেন সালমান খান। রবিবার ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেতা। যেখানে ‘লগ যা গলে’ (Lag Ja Gale) গান  গাইতে দেখা যাচ্ছে তাকে। ভারী গলায় সালমান খানের এই গানের ভিডিও মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে পড়েছে নেটপাড়ায়।

ভিডিও এর সাথে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘কেউ কখনো হয়নি আর কখনো হবেও না আপনার মত লতাজি’। ভিডিওতে গান গাওয়ার সময় চোখে জল আসতে দেখা গিয়েছে অভিনেতার। ভিডিওটি শেয়ার হওয়ার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ২৫ লক্ষ পেরিয়েছে দর্শকের সংখ্যা। ভাইজানের লতাজির প্রতি শ্রদ্ধার্ঘ্য দেখে চোখে জল এসেছে নেটিজেনদের।

 

View this post on Instagram

 

A post shared by Salman Khan (@beingsalmankhan)

এর আগে অবশ্য প্রয়াণের দিনেই লতাজির সাথে নিজের একটি ছবি শেয়ার করেছিলেন সালমান খান। ছবিতে কোনো এক অ্যাওয়ার্ড শোয়ের মঞ্চে দেখা যাচ্ছিলো দুজনকে। ছবিটি শেয়ার করে অভিনেতা লিখেছিলেন, ‘আপনাকে সকলেই খুব মিস করবে আপনিই আমাদের নাইটিঙ্গল। তবে আপনার সুর আমাদের মধ্যে চিরঅমর হয়ে থাকবে’।

Salman Khan,Lata Mangeshkar,Salman Khan Tribute to Lataji,সালমান খান,লতা মঙ্গেশকর,সালমান খানের গান,Salman Khan Singing

প্রসঙ্গত, ৮ই জানুয়ারি করোনা আক্রান্ত হয়ে মুম্বাইয়ের ব্রিচ ক‍্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন লতা মঙ্গেশকর। দীর্ঘদিন ছিলেন আই সি ইউতে, সেরেও উঠেছিলেন করোনা থেকে। তবে আবারও শারীরিক অবনতি হয়, আর মাল্টি অর্গান ফেলিওর হওয়ার কারণে গত রবিবার হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

সকালে এই খবর প্রকাশ পাওয়া মাত্রই শোকাহত হয় পরে গোটা দেশ। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয় তার শেষ কৃত্য। রবিবার বিকেলে  শিবাজী পার্কে দেশের প্রধানমন্ত্রী থেকে বলিউডের তারকারা ও আরও অনেকে লতাজিকে শেষ শ্রদ্ধা জানাটা উপস্থিত ছিলেন।

site