• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সিনেমায় কাজ নেই, শেষ পর্যন্ত বৌয়ের সেবা করেই দিন কাটছে সঞ্জু বাবার, দেখুন ভাইরাল ভিডিও

Published on:

Sanjay Dutt,সঞ্জয় দত্ত,Maanyata Dutt,মান্যতা দত্ত,Anniversary,বিবাহবার্ষিকী,Viral Video,ভাইরাল ভিডিও,সোশ্যাল মিডিয়া,Social Media

বলিউডের মুন্না ভাই সঞ্জয় দত্ত মানেই অনেকের কাছেই তার ‘ব্যাড বয়’ ইমেজটাই বেশি প্রাধান্য পায়। উল্লেখ্য একাধিক নারীসঙ্গ থেকে শুরু করে মাদক সেবন সহ জঙ্গি যোগ, সিনেমার মতোই রঙীন অভিনেতার ব্যাক্তিগত জীবন। তবে সমস্ত বিতর্ক,জল্পনা সবকিছুকে ছাপিয়ে গিয়েও সঞ্জু বাবার অনুরাগীদের সংখ্যাও নেহাত কম নয়। তাই মাঝে মধ্যেই নানা ঘটনাকে কেন্দ্র করে শিরোনামে উঠে সঞ্জয় দত্ত।

কিছুদিন আগেই মারণ রোগ ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন সঞ্জয় দত্ত। এই খবর সামনে আসতেই মন ভেঙেছিল অভিনেতার ভক্তদের। কিন্তু সহজেই হার মানার পাত্র তিনি নন। তাই বরাবরের মতোই সেই কঠিন সময়ে দাঁতে দাঁত চেপে লড়াইটা চালিয়ে গিয়েছিলেন অভিনেতা। আর সেসময় সারাক্ষণ ঢাল হয়ে তার পাশে দাঁড়িয়েছিলেন স্ত্রী মান্যতা দত্ত।

Sanjay Dutt,সঞ্জয় দত্ত,Maanyata Dutt,মান্যতা দত্ত,Anniversary,বিবাহবার্ষিকী,Viral Video,ভাইরাল ভিডিও,সোশ্যাল মিডিয়া,Social Media
উল্লেখ্য এই বয়সে এসে আজও বলিউডের মোস্ট হ্যাপনিং কাপল মান্যতা এবং সঞ্জয়। প্রসঙ্গত ২০০৮ সালে মান্যতাকে বিয়ে করেন সঞ্জয়। বিয়ের ২ বছরের মাথায় পৃথিবিতে আসে তাদের যমজ সন্তান রয়েছে শরণ আর ইকরা। জানা গেছে সদ্য ১১ বছরে পা দিয়েছে তারা। সন্তান আর স্ত্রীদের নিয়ে এখন পলি হিলের দত্ত বাড়িতেই থাকেন অভিনেতা।

Sanjay Dutt,সঞ্জয় দত্ত,Maanyata Dutt,মান্যতা দত্ত,Anniversary,বিবাহবার্ষিকী,Viral Video,ভাইরাল ভিডিও,সোশ্যাল মিডিয়া,Social Media
উল্লেখ্য বলিউডের অসম বয়সের জুটিদের মধ্যে অন্যতম হলেন সঞ্জয় মান্যতা। মান্যতা কে গোপনে বিয়ে করেছিলেন সঞ্জু বাবা। সেসময় তাদের বিয়ের পর মান্যতা কে নিয়ে নানা বিতর্ক মাথাচাড়া দিয়েছিল। কিন্তু সেসবে কান দেননি সঞ্জয় দত্ত। পাশে দাঁড়িয়েছিলেন স্ত্রীর। তেমনি বিয়ের বছরখানেক পরেই সঞ্জয়কে জেলে যাওয়ার সময় হোক কিংবা ক্যানসার আক্রান্ত হওয়ার পর চিকিৎসার প্রতিটা ধাপে পাশে পেয়েছিলেন স্ত্রীকে।

Sanjay Dutt,সঞ্জয় দত্ত,Maanyata Dutt,মান্যতা দত্ত,Anniversary,বিবাহবার্ষিকী,Viral Video,ভাইরাল ভিডিও,সোশ্যাল মিডিয়া,Social Media

আর গতকাল অর্থাৎ শুক্রবার ছিল তাদের বিবাহ বার্ষিকী। এদিন ভিডিয়ো শেয়ার করে মান্যতা লেখেন, ‘আমার জীবনের সেরা দিনগুলো তোমার সাথে কাটানো। হ্যাপি অ্যানিভার্সারি।’ এই ভিডিওতে দেখা যায় স্ত্রী মান্যতার পা নিজের কোলে তুলে পরম যত্নে স্ত্রীর পদ সেবা করছেন সঞ্জয়। এই ভিডিও দেখে কেউ লিখেছেন ‘বউয়ের কাছে তাহলে সবাই জব্দ’, আবার কেউ লিখেছেন, ‘বাবা এত মদ খেয়েছে যে চোখ খুলতেও পারছে না।’

 

View this post on Instagram

 

A post shared by Maanayata Dutt (@maanayata)

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥