• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এবার সব বদলা নেবেন কঙ্গনা, ছাড় নেই কারও! একে একে লক আপে ঢোকাবেন ১৬ জন সেলিব্রেটিদের

Published on:

Kangana Ranaut,কঙ্গনা রানাওয়াত,Lock Upp,জেলখানা,16 Celebrity,১৬ সেলিব্রেটি,New Teaser,নতুন টিজার

বিতর্কিত মন্তব্যের জেরে বরাবরই শিরোনামে থাকেন বলিউডের ‘কন্ট্রোভার্সি ক্যুইন’ কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। তাই নিন্দুকরা আড়ালে বলে থাকেন বিতর্ক আর কঙ্গনা হাত ধরাধরি করে চলেন। সামাজিক হোক রাজনৈতিক বাদ যায় না কোনও কিছুই। যে কোনো বিষয়েই বিতর্কিত মন্তব্য করতে একেবারে সিদ্ধহস্ত অভিনেত্রী। যার জেরে একাধিকবার নিন্দুকদের সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী।

তবে বরাবরই নিন্দুকদের কোনো মন্তব্যই দমিয়ে রাখতে পারে না কঙ্গনাকে। তা সে নেপোটিজম বিতর্ক হোক কিংবা তার বিরুদ্ধে দায়ের হওয়া এফ আই আর বরাবরই একেবারে নিজস্ব কায়দায় ঝামা ঘষে দেন সকলের মুখে। তাই বলিউডে তাঁর পছন্দের মানুষের পাশাপাশি হেটার্সদের সংখ্যাও নেহাত কম নয়। তাই নিজের হেটার্সদের শাস্তি দিতে এবার নিজেই খুলে ফেললেন একটা আস্ত একটা লক আপ (Lock Upp) অর্থাৎ জেলখানা।

Kangana Ranaut,কঙ্গনা রানাওয়াত,Lock Upp,জেলখানা,16 Celebrity,১৬ সেলিব্রেটি,New Teaser,নতুন টিজার

সেখানে তিনি এবার বদলা নেবেন সেলেবদের ওপর। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক মিনিটের ছোট্ট একটি টিজার শেয়ার করে কঙ্গনা নিজের মুখেই বলেছেন এতদিন ধরে যারা তাঁকে কটুক্তি করেছেন তাদের একে একে এই জেলে ঢোকাবেন তিনি। জানা গেছে মোট ১৬ জন সেলিব্রিটিকে এই জেলে ঢোকাবেন তিনি।

Kangana Ranaut,কঙ্গনা রানাওয়াত,Lock Upp,জেলখানা,16 Celebrity,১৬ সেলিব্রেটি,New Teaser,নতুন টিজার
প্রকাশ্যে আসা টিজারে দেখা যাচ্ছে কালো পোশাকে একেবারে ‘বস লেডি’ অবতারে ধরা দিয়েছেন কঙ্গনা। ভিডিওটি চালু হতেই কঙ্গনা বলতে শুরু করেন ‘এখানে দু’ধরণের মানুষ আছে। কেউ আমায় পছন্দ করে কেউ আমায় ঘৃণা করে। নেপোটিজম থেকে শুরু করে সব কিছু নিয়ে আমাকে আঘাত করা? এবার সব বদলা আমি নেব। একজনকেও ছাড়বো না। এই লক-আপে শুধু আমি যা বলবো সেটাই হবে।’

Kangana Ranaut,কঙ্গনা রানাওয়াত,Lock Upp,জেলখানা,16 Celebrity,১৬ সেলিব্রেটি,New Teaser,নতুন টিজার

এই ভিডিও শেয়ার করে কঙ্গনা তাঁর ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমার জেল এমন যেখানে না চলবে ভাইগিড়ি, না বাবার টাকা কাজে লাগবে, তৈরি হয়ে যাও ‘লক-আপ’-এর জন্য। ২৭ তারিখে থেকেই দেখতে পাবেন এই জেলে কী হাল হয় সেলেবদের।’ এখনও পর্যন্ত যা খবর একতা কাপুরের এই আসন্ন রিয়ালিটি শো তে কঙ্গনা রানাওয়তের সঞ্চালনায় জেলে যাবেন, ভীর দাস, শেহনাজ গিল, অনুষ্কা সেন সহ আরও অনেকে। বাকিদের নাম এখনও জানা যায়নি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥