• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিবাহবার্ষিকীতে একমাত্র ‘শিশু বৌ’-এর জন্য উপহার আনল সাত্যকি! আনন্দে বরকে আদরে ভরাল উর্মি

Published on:

এই পথ যদি না শেষ হয়,Ei Poth Jodi Na Sesh Hoi,Urmi,উর্মি,Satyaki,সাত্যকি

আজকালকার দিনে ঘরে বসেই দর্শকদের বিনোদনের অন্যতম অঙ্গ হয়ে উঠেছে মেগা সিরিয়াল। এই মুহুর্তে বাংলার সিরিয়াল প্রেমীদের কাছে বিপুল জনপ্রিয় এমনই একটি সিরিয়াল হল ‘এই পথ যদি না শেষ হয়’ (Ei Poth Jodi Na Sesh Hoi)। দর্শকদের চাহিদা পূরণের কথা মাথায় রেখে প্রতি সপ্তাহেই এই সিরিয়ালে আনা হচ্ছে নিত্যনতুন চমক।

এই ধারাবাহিকে নায়িকা উর্মির চরিত্রে রয়েছেন অভিনেত্রী অন্বেষা হাজরা (Anwesha Hazra) এবং নায়ক সাত্যকির চরিত্রে অভিনয় করছেন ঋত্বিক মুখার্জী (Writwik Mukherjee)। বিনোদনের মোড়কে একেবারে বাস্তব জীবনের নানান দিক ফুটিয়ে তোলা হয়েছে এই সিরিয়ালে। আর এই বিষয়টাই সিরিয়াল টিকে অনান্য ধারাবাহিকের থেকে একেবারে আলাদা করে তুলেছে।

এই পথ যদি না শেষ হয়,Ei Poth Jodi Na Sesh Hoi,Urmi,উর্মি,Satyaki,সাত্যকি
সেই কারণেই মাত্র অল্প কয়েকদিনেই দর্শকমহলে বিপুল জনপ্রিয়তা পেয়েছে উর্মি আর সাত্যকি বাবুর এই লাভ স্টোরি।এরইমধ্যে এই সিরিয়ালে এসেছে নতুন মোড়। সুমন আর মুমুর ব্যাপারে ইতিমধ্যেই জেনে গিয়েছে বাড়ির সবাই। বাড়ির এসে মুমুর সাথে সুমনের সম্পর্কের কথা জানিয়ে গিয়েছে মিস্টার সোনা আর তার মা। এরপর সেদিনই সুমনকে বাড়িতে ডেকে পাঠায় উর্মি। সুমনের সাথে কথা বলে সবার পছন্দ হলেও, রাগ কমেনি মুমুর মা বাবার।

এই পথ যদি না শেষ হয়,Ei Poth Jodi Na Sesh Hoi,Urmi,উর্মি,Satyaki,সাত্যকি

অন্যদিকে এরইমধ্যে দেখতে দেখতে ৬ মাসে এসে পড়েছে উর্মি সাত্যকির দাম্পত্য জীবন। এছাড়াও এখন ভ্যালেন্টাইস উইক চলছে। তাই ঘুম থেকে উঠেই সকাল সকাল কুলের দানা দিয়ে ইংরেজিতে ৬ লিখে টুকাইবাবুকে হিন্স দেয় উর্মি। এরপরই সে জানায় প্রত্যেক মাসেই এই দিনে তাকে উপহার দিতে হবে। কিন্তু নাটক করে সাত্যকি জানায় সে এসব পারবে না।

এই পথ যদি না শেষ হয়,Ei Poth Jodi Na Sesh Hoi,Urmi,উর্মি,Satyaki,সাত্যকি

আর এতেই টুকাইবাবুর একমাত্র ‘শিশু বৌ’ রেগে গিয়ে বাড়ির সবাইকে একথা জানিয়ে দেয়। কিন্তু পরে সবাই উর্মির এমন আবদার শুনে মনে মনে হাসতে শুরু করে। এরপরেই দেখা যায় বৌয়ের সামনে নাটক করলেও মনে করে ঠিক উপহার নিয়ে এসেছে সাত্যকি। দেখা যায় তাজপুরে হানিমুনে যাওয়ার একটি ছবি বাঁধিয়ে এনেছে সাত্যকি। আর সেই ছবি দেখেই সাত্যকি কে আদরে ভরিয়ে দেয় উর্মি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥