জি বাংলার ‘মিঠাই’ (Mithai) সিরিয়ালের সিদ্ধার্থ অভিনেতা আদৃত রায় (Adrit Roy) বর্তমানে বাংলার অসংখ্য তরুণীর কাছে বং ক্রাশ। নতুন বছরের শুরুতেই একটা বড়সড় ধাক্কা খেয়েছেন অভিনেতা। ১০ বছরের প্রেমিকা সুপ্রিয়া আচমকাই আদৃতকে ছেড়ে আংটি বদল সেরে ফেলেছেন অন্য পুরুষের সাথে। প্রেম দিবসের আগেই আচমকাই প্রিয় তারকার এই বিচ্ছেদের খবর জেনে মন ভেঙেছিল আদৃত ভক্তদেরও।
উল্লেখ্য সুপ্রিয়ার সাথে দীর্ঘ ১০ বছরের সম্পর্ক থাকলেও এবিষয়ে প্রকাশ্যে কোনদিন মুখ খোলেননি অভিনেতা। গত বছরের নভেম্বর মাসেই যুগলের বিয়ের পিঁড়িতে বসার কথা থাকলেও বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল আদৃত-সুপ্রিয়ার সম্পর্কটা আর আগের মতো নেই। টেলিপাড়ায় কান পাতলে এও শোনা যায় সুপ্রিয়া নাকি মাঝে মধ্যেই মিঠাইয়ের সেটের চলে আসতেন। এসব একেবারেই পছন্দ করতেন না আদৃত।
এছাড়াও জানা যায় আদৃত নাকি এখনই বিয়ের জন্য প্রস্তুত ছিলেন না। প্রাক্তন প্রেমিকা সুপ্রিয়ার এঙ্গেজমেন্টের পর সরস্বতী পুজোর সকালে তার নাম না করেই অভিনেতা বলেন “দুজনেরই ভাল থাকাটা জরুরি। দুটো মানুষ একে অপরকে ভাল বাসলেও হয়তো একসঙ্গে ভাল থাকতে পারে না। তাই আমরাও পারিনি। ও ভাল থাকুক।”
এরইমধ্যে বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে ‘মিঠাই’ সিরিয়ালের সহ অভিনেত্রীর সাথে আদৃতের ঘনিষ্ঠতার কারণেই নাকি তাদের সম্পর্কের অবনতি হয়। বলা হয় মিঠাই সিরিয়ালে সিদ্ধার্থের দিদিয়া অর্থাৎ নন্দা চরিত্রের অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তীর (Kaushambi Chakraborty)সাথেই বর্তমানে চুটিয়ে প্রেম করছেন আদৃত। গতকাল এই দুই অভিনেতার প্রেমের খবরে ছয়লাপ হয়ে যায় গোটা বিনোদন জগত।
বিষয়টি কানে যেতেই এবার এই প্রসঙ্গে সংবাদমাধ্যমে মুখ খুলেছেন স্বয়ং আদৃত রায়। খানিকটা বিরক্তির সুরেই অভিনেতা বলেছেন , “আমি ও কৌশাম্বী বন্ধু, শুধু তাই নয় আমাদের গোটা সেটে সবার সঙ্গে সবার সম্পর্কের ইকুয়েশনও বেশ স্পষ্ট। যে যাঁরা আমাদের নিয়ে এসব রটাছেন তাঁরা বাস্তবে জীবনে পরজীবী তাই এসব রটাচ্ছেন। আমি চাইলেই তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারি কিন্তু এসব করতে চাই না।” এ প্রসঙ্গে ‘উচ্ছেবাবুর’ আরও সংযোজন “এর আগে দিতিপ্রিয়ার সঙ্গেও সম্পর্কের খবর ছড়িয়েছিল এগুলোকে বেশি আমল দিচ্ছি না।”