• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বউ ছেড়ে গিয়েছে আগেই, এবার মিঙ্গেল হতে চান হৃত্বিক, এই বলি অভিনেত্রী দিলেন বিয়ের প্রস্তাব

Published on:

হৃত্বিক রোশন,Hrithik Roshan,সাবা আজাদ,Saba Azad,সম্পর্ক,Relationship,গায়ত্রী ভরদ্বাজ,Gayatri Bharadwaj,বিয়ের প্রস্তাব,Marriage Proposal

ভ্যালেন্টাইনসডের আগে থেকেই শিরোনামে রয়েছেন বলিউডের গ্রীক গড নামে পরিচিত অভিনেতা হৃত্বিক রোশন (Hrithik Roshan)। বিটাউনের অলিগলিতে ঘুরে বেড়াচ্ছে এখন একটাই খবর। প্রেম করছেন হৃত্বিক রোশন! দীর্ঘদিনের একাকীত্বের খরা কাটিয়ে অবশেষে গ্রীক গড হৃত্বিকের জীবনে নতুন প্রেমিকার আগমন ঘটতেই শোনা যাচ্ছে হৃতিক নাকি জানিয়েছেন নতুন করে সম্পর্ক শুরু করতে চাইছেন তিনি।

এমনিতে বেশ কিছুদিন ধরেই চারদিকে কানাঘুঁষো শোনা যাচ্ছিল নতুন করে প্রেমে পড়েছেন এই হ্যান্ডসাম নায়ক। এবার পাপারাৎজির ফটো শিকারিদের দৌলতে সম্প্রতি হৃতিকের হাত ধরেই একটি রেস্টুরেন্ট থেকে বেরনোর সময় ক্যামেরায় ধরা পড়েছিলেন হৃত্বিকের রহস্যময়ী নতুন প্রেমিকা। এই ভিডিও প্রকাশ্যে আসতেএই খবর প্রকাশ্যে আসতেই হৃত্বিকের প্রেমিকার আসল পরিচয় জানতে উৎসাহী হয়ে পড়েন অনুরাগীরা।

Hrithick Roshan

মিডিয়া রিপোর্ট অনুযায়ী খবর এদিনের ওই ভিডিওতে হৃত্বিকের হাত ধরে বেরিয়ে আসা রহস্যময়ী ওই তরুনী আসলে বিনোদন জগতের পরিচিত মুখ সাবা আজাদ (Saba Azad)। বহুমুখী প্রতিভার অধিকারী সাবার আসল পরিচয় হয়তো অনেকেই জানেন না। উল্লেখ্য সাবার আসল নাম সাবা সিং গ্রেওয়াল। পেশাগত দিকে দিয়ে সাবা একজন মডেল, সিঙ্গার ও অভিনেতা।

হৃত্বিক রোশন,Hrithik Roshan,সাবা আজাদ,Saba Azad,সম্পর্ক,Relationship,গায়ত্রী ভরদ্বাজ,Gayatri Bharadwaj,বিয়ের প্রস্তাব,Marriage Proposal
অন্যদিকে হৃত্বিক রোশনের নতুন করে সম্পর্ক যেতে রাজি থাকার খবর পেয়েই সেই সুযোগ কার্যত লুফে নিলেন বলিউডের এক পরিচিত অভিনেত্রী। হৃত্বিকের উদ্দেশ্যে সটান বিয়ের প্রস্তাব দিয়ে বসেছেন অভিনেত্রী। উল্লেখ্য এই পরিচিত অভিনেত্রী হলেন গায়ত্রী ভরদ্বাজ (Gayatri Bharadwaj)। ২০১৮ সালে তিনি ফেমিনা মিস ইন্ডিয়া ইউনাইটেড কন্টিনেন্টস এর বিজয়ী হয়েছিলেন।

হৃত্বিক রোশন,Hrithik Roshan,সাবা আজাদ,Saba Azad,সম্পর্ক,Relationship,গায়ত্রী ভরদ্বাজ,Gayatri Bharadwaj,বিয়ের প্রস্তাব,Marriage Proposal

সম্প্রতি সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে গায়ত্রী বলেন, “আমার মনে হয় আমি হৃতিক রোশনকে বিয়ে করবে। মনে হয় উনি আবার সংসার করতে রাজি আছেন। উনি ছোট থেকেই আমার ক্রাশ। তাই ছবি থেকে ওঁকে বাদ দিতে পারছি না।” উল্লেখ্য ইতিমধ্যেই অভিনয়ে হাতেখড়ি হয়েছে গায়ত্রীর।শেষবার জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ঢিনঢোরা’তে দেখা গিয়েছিল এই অভিনেত্রী কে। এছাড়া তার হাতে রয়েছে একটি কমেডি ড্রামা সিনেমা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥