জি বাংলার হাত ধরেই সম্পর্কের শুরু হয়েছিল তাদের। আবার এই বাংলার দৌলতেই একসাথে পর্দায় ফিরলেন টেলিপাড়ার এই জনপ্রিয় লাভ বার্ডস। প্রায় ২ বছরেরও অধিক সময় পার করে একই সিরিয়ালে জূটি বেঁধেছেন ‘সাত ভাই চম্পা’ ধারাবাহিকের ‘পারুল’ আর ‘রাজপুত্র’। উল্লেখ্য একসময় জি বাংলার এই জনপ্রিয় ধারাবাহিকে পারুল আর রাজপুত্র রাঘবেন্দ্র চরিত্রে অভিনয় করতে গিয়েই একসময় প্রেমের সূত্রপাত হয়েছিল প্রমিতা চক্রবর্তী (Pramita Chakraborty) এবং রুদ্রজিৎ মুখোপাধ্যায়ের (Rudrajit Mukherjee)।
বেশকিছুদিন সম্পর্কে থেকে চুটিয়ে প্রেম করার পর গত বছরেই ইংরাজি প্রেম দিবসের দিনেই শুভ কাজ সম্পন্ন করে একে অপরের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই জুটি। পাওয়ার কাপল এই জুটির প্রি ওয়েডিং থেকে শুরু করে আংটি বদল সবকিছুই ছিল একেবারে নজরকাড়া। তবে বিয়ের পরেও রুদ্রজিৎ প্রমিতার সম্পর্ক রয়েছে আগের মতোই। এখনও তাদের দেখলে যে কেউ বলবে নতুন প্রেমিক প্রেমিকা তারা।
তাই নিজেদের ব্যস্ত শিডিউলের মধ্যে থেকেই সময় বার করে নিয়ে মাঝে মধ্যেই একে অপরের সাথে ছুটি কাটান তারা। আর এবার প্রথম বিবাহবার্ষিকীর আগেই ভক্তদের সুখবর দিয়েছেন রুদ্রজিৎ-প্রমিতা। সম্প্রতি জি বাংলার সদ্য শুরু হওয়া ‘পিলু’ সিরিয়ালে শিঞ্জিনী চরিত্রে এন্ট্রি নিয়েছেন প্রমিতা। এই সিরিয়ালেই আবার একসাথে জুটি বাঁধছেন এই সেলিব্রেটি ‘দম্পতি’।
গানের ধারাবাহিকে নিজের চরিত্র প্রসঙ্গে সম্প্রতি সংবাদমাধ্যমে অভিনেত্রী প্রমিতার বলেছেন, ‘‘গানের ধারাবাহিকে আমি শিঞ্জিনী। রুদ্রজিৎ রঙ্গন। দু’জনেই গান ভালবাসি। তবে আমি শাস্ত্রীয় সঙ্গীতের ভক্ত। রুদ্র সারাক্ষণ গিটার হাতে ব্যস্ত।’’ সিরিয়ালে প্রমিতার চরিত্র গাম্ভীর্যপূর্ণ আর রুদ্রজিৎ একেবারে প্রাণখোলা। অথচ বাস্তবে নাকি ঠিক উল্টোটা। আর এই বিপরীত চরিত্রে অভিনয় করার অভিজ্ঞতা ভাগ করে এ প্রসঙ্গে রুদ্রজিৎ বলেছেন ‘ আমি পর্দায় হুল্লোড়ে। প্রমিতা গম্ভীর। অথচ বাস্তবে আমরা ঠিক এর উল্টো। আমি চুপ থাকি। ও হইহই করে। ফলে, বিপরীত চরিত্র করতে খুবই মজা লাগছে।’’
এছাড়া রুদ্রজিৎ মনে করেন পর্দায় নিজের বৌয়ের সাথেই অভিনয় করার সুবিধা আছে। সেটা হল , ‘‘ বিপরীতে নিজের স্ত্রী থাকার সুবিধে অনেক। কোনও কারণে অভিনয়ে খামতি থেকে গেলে সেটা সামলে দিচ্ছে। মন খারাপ থাকলে সেটাও বুঝে নিয়ে সেই মতো অভিনয় করছে।’’ তবে শুধু রুদ্রজিৎই নয় বিষয়টা চুটিয়ে উপভোগ করছেন প্রমিতা নিজেই। তাই এপ্রিল। র‘‘তা ছাড়া, পর্দায় আমি গম্ভীর। তাই এ প্রসঙ্গে অভিনেত্রীর সংযোজন “চিত্রনাট্যের খাতিরে রুদ্রজিৎ আমায় ভয় পেতে বাধ্য হচ্ছে। যা বাস্তবে কম। আমি তাই দারুণ উপভোগ করছি’’