গতবছরের ১৭ই ডিসেম্বর রিলিজ হয়েছে আল্লু অর্জুন (Allu Arjun) অভিনীত ছবি ‘পুষ্পা দ্য রাইজ (Pushpa The Rise)’। রিলিজের পর থেকেই সুপারহিট ‘পুষ্পা’। ইতিমধ্যেই ৪০০ কোটির ব্যবসা করে ফেলেছে তেলুগু এই ছবিটি। অবশ্য শুধু তেলেগু নয় একাধিক ভাষাতেই রিলিজ হয়েছে ছবিটি। হিন্দিতেই ১০০ কোটি পেরিয়েছে পুষ্পার বক্স অফিস কালেকশন। আর ছবির গান ‘উঁ অন্তভা’ থেকে ‘শ্রীভাল্লি’ এখন সর্বদাই ট্রেন্ডিংয়ে চলছে।
যেকোনো ছবির সুপারহিট হওয়ার জন্য শুধুই যে দুর্দান্ত স্টোরি লাইন যথেষ্ট তা কিন্তু একেবারেই না। ভালো গল্পের পাশাপাশি নায়ক নায়িকার অভিনয় থেকে দুর্দান্ত কিছু গানও একং প্রয়োজনীয়। আর পুষ্পা ছবিতে এই সব কিছুই রয়েছে। তবে তেলেগু এই ছবির হিন্দি সংস্করণের গান গুলিও বেশ ভাইরাল হয়েছে। যদিও হিন্দি সংস্করণের গানের গীতিকার কিন্তু আজও নিজের যোগ্য মর্যাদা পেলেন না।
পুষ্পা ছবির হিন্দি গান লিখেছেন গীতিকার রাকিব আলম (Raqueeb Alam)। বাংলার আসানসোলে তার মামার বাড়ি। বাংলা থেকেই নিজের গানের শিক্ষা নিয়েছেন তিনি। এরপর কাজের সূত্রে বলিউড ইন্ডাস্ট্রীট সাথে যুক্ত রয়েছে বহু বছর। বিখ্যাত গায়ক ও সুরকার এ আর রহমান এর সাথে ‘স্লামডগ মিলিয়নিয়ার’ ছবির গানে কাজ করেছেন। তাকেই পরিচালক দেবী শ্রী প্রসাদ পুষ্পা ছবির গানের হিন্দি সংস্করণের জন্য প্রস্তাব দেন।
পরিচালকের প্রস্তাব মত, ‘শ্রীভাল্লি’ থেকে ‘উঁ অন্তভা’ গানের হিন্দি অনুবাদ করেন তিনি। তবে তিনি নিজেও ভাবতে পারেননি যে এই পরিমাণ জনপ্রিয়তা পাবে তাঁর লেখা হিন্দি গান। রাকিবের মতে, বহুদিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছি। গান লেখাটাই আমার কাজ। তবে পুষ্পা ছবির হিন্দি গান যে তেলেগু গানের থেকো বেশি জনপ্রিয় হয়ে যাবে সেটা ভাবতেও পারিনি’।
গীতিকার জানান, ‘আমি শুধুমাত্র গানের কথা অনুবাদে বিশ্বাসী নই। তাই গান অনুবাদের সময় গানের রেশ বুঝে নিই। এরপর কি জন্য গানটা ব্যবহার হয়েছে সেটা বুঝে তবেই গানের কথা ভাবতে শুরু করি। তাছাড়া গানের কথা লেখার সময় মাথায় রাখতে হয় নায়কের ঠোঁটের সাথে শব্দগুলো ম্যাচ করছে কিনা’।
এমন একজন প্রতিভাবান গীতিকার হয়েও নিজেকে লাইমলাইট থেকে দূরে রাখতেই ভালোবাসেন রাকিব। তাই তো আজ যে পুষ্পা ছবির হিন্দি গান অনলাইন থেকে অফলাইন সর্বত্র লোকের মুখে মুখে ঘুরছে তার গীতিকার রাকিব আলমকে হয়তো হাতে গোনা লোকেই জানেন। এর আগেও অনেক এমন গানের কথা দিয়েছেন তিনি, তবে সেভাবে তাঁর নাম প্রকাশ্যে আসেনি। বর্তমানে পুষ্পা ছবির ব্যাপক সাফল্যের জেরে তাঁর নাম জানতে শুরু করেছেন অনেকে।