জনপ্রিয় লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়ের লেখা স্টার জলসার জনপ্রিয় সিরিয়ালগুলির মধ্যে অন্যতম হল ধুলোকণা (Dhulokona)। সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে এই সিরিয়ালের লালন ফুলঝুরির জুটি বেশ জনপ্রিয়। প্রসঙ্গত যারা এই সিরিয়ালের নিয়মিত দর্শক তারা সকলেই জানেন সিরিয়ালের মুখ্য চরিত্র ফুলঝুরির ভূমিকায় রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মানালি দে (Manali Dey) আর নায়ক লালনের চরিত্রে রয়েছেন ইন্দ্রাশিষ দে (Indrasish Dey)।
তারকাখচিত এই সিরিয়ালটি শুরু হওয়ার অল্প কয়েকদিনের মধ্যেই দর্শকমহলে বেশ জনপ্রিয়তা পেয়েছে। তাই দর্শকদের চাহিদা পূরণের কথা মাথায় রেখেও প্রতিনিয়ত এই সিরিয়ালে আনা হচ্ছে নিত্যনতুন চমক। তাই লালন ফুলঝুরির জীবনেকে কেন্দ্র করেও ঘটে চলেছে নিত্যনতুন টুইস্ট। এমনিতে শুরু থেকেই দেখা যাচ্ছে এই সিরিয়ালের নায়ক নায়িকা দুজনেই বস্তিতে থেকে বড় হয়েছে।
তাই সেই জায়গা থেকে জীবনসংগ্রামের অর্থ তারা দুজনেই খুবই ভালো ভাবে বোঝে। এতদিন সিরিয়ালে দেখা যেত বাড়ির ড্রাইভার লালন ড্রাইভারির পাশাপাশি গান গায়। গান তার নেশা। কিন্তু কিছুদিন আগেই সবাইকে অবাক করে দিয়ে সামনে এসেছে সিরিয়ালের নায়িকা ফুলঝুরির নতুন প্রতিভা। দারুন গানের গলা তার।
তাই সকলের উৎসাহে গান শিখে রিয়ালিটি শোয়ের মঞ্চে একের পর এক গান গেয়ে তাক লাগিয়ে দেয় সে।আর ফুলঝুরির এমন সুন্দর গানের গলা শুনে রীতিমতো ভয় পেয়ে যায় চড়ুই। তাই একবার চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর আবার ফুলঝুরির গানের প্রোগ্রাম ভন্ডুল করতে নতুন ফন্দি আঁটে সে। নিজের এক শাগরেদ বন্ধু কে দিয়ে ফুলঝুরিকে ঠান্ডা জল খাওয়ানোর ব্যবস্থা করে সে।
আর সাধাসিধে ফুলঝুরিও ভালো মনে সেই কনকনে ঠান্ডা জল খেয়ে নেয়। সম্প্রতি চ্যানেল কর্তৃপক্ষের তরফে শেয়ার করা এই ভিডিও দেখে ব্যাপক হাসির রোল ওঠে নেটপাড়ায়। নেটিজেনদের ব্যাপক ট্রোলিংয়ের মুখে পড়ে নায়িকা ফুলঝুরি সহ লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়ও। কেউ লিখেছেন ‘ফুলঝুরির মাথায় কি গোবর!’ আবার কেউ বলেছেন ফুলঝুরিকে এত ন্যাকা না দেখালেও চলত।