অবসর সময়ে পছন্দের সিরিয়াল দেখতে ভালোবাসেন কমবেশি সকলেই। আর এই মুহূর্তে বাংলা সিরিয়াল প্রেমীদের কাছে বিপুল জনপ্রিয় এমনই একটি সিরিয়াল হল ‘এই পথ যদি না শেষ হয়’ (Ei Poth Jodi Na Sesh Hoi)। দর্শকদের চাহিদা পূরণের কথা মাথায় রেখে প্রতি সপ্তাহেই এই সিরিয়ালে থাকছে নিত্যনতুন চমক। এই ধারাবাহিকে নায়িকা উর্মির চরিত্রে রয়েছেন অভিনেত্রী অন্বেষা হাজরা (Anwesha Hazra) এবং নায়ক সাত্যকির চরিত্রে অভিনয় করছেন ঋত্বিক মুখার্জী (Writwik Mukherjee)।
একেবারে সাধারণ বাঙালি মধ্যবিত্ত পরিবারের জীবনযাত্রার আঙ্গিকে তৈরি হয়েছে এই সিরিয়াল।বিনোদনের মোড়কে একেবারে বাস্তব জীবনের নানান দিক ফুটিয়ে তোলা হয়েছে এই সিরিয়ালে। আর এই বিষয়টাই সিরিয়াল টিকে অনান্য ধারাবাহিকের থেকে একেবারে আলাদা করে তুলেছে। সেই কারণেই সিরিয়ালের চরিত্রদের সাথে অনায়াসেই নিজেদের একাত্ম করতে পারেন দর্শকরা।
সিরিয়ালে এখন চলছে সরস্বতী পুজো স্পেশাল পর্ব। দেখা সরকার বাড়িতেই এসেই প্রথম সরস্বতী পুজো দেখবে উর্মি। কিন্তু সকাল ঘুম ভাঙেনি তার। তাই ঘরে গিয়ে সাত্যকিই ডেকে তোলে তাকে। এরপরেই অভিমান করে সাত্যকি জানায় সে কোনোদিন ভুলবে না উর্মি তাকে বিয়ে করতে চায়নি। তখন নিজস্ব স্টাইলে উর্মি বলে সে আবার তার টুকটটুকির সাথে খুশি হয়েই বিয়ে করবে।
এরপরেই দেখা যায় উর্মি কে সারপ্রাইজ দিতে আগে থেকেই একটা শাড়ি কিনে এনে রেখে দিয়েছে সাত্যকি। সেই শাড়ি দেখে বেজায় খুশি হয়ে যায় উর্মি। সেসময় তাকে পেছন থেকে এসে জাপ্টে ধরে সাত্যকি। আর সাতসকালে বরের এমন আদরে লজ্জায় একেবারে লাল হয়ে যায় উর্মি। এরপর দেখা যায় বাড়ির সবাই মিলে সবেমাত্র সরস্বতী পুজোর অঞ্জলি দিয়ে উঠেছেন।
তখনই বাড়ি এসে হাজির হয় মিস্টার সোনা এবং তার বাড়ির লোকজন। মুমুর ভয়টাই সত্যি হয়। পেশায় ডাক্তার মিস্টার সোনা সুমন আর মুমুর ব্যাপারে বাড়ি গিয়ে সব বলে দেয়। এতেই তারা বাড়ির এসে মুমু সহ বাড়ির সবাইকে যা নয় তাই বলে অপমান করতে শুরু করে দেয়। ইতিমধ্যেই টিভির পর্দায় সম্প্রচারিত হয়েছে এই পর্ব।