সিরিয়ালপ্রেমী দর্শক মানেই সিরিয়ালের চরিত্রদের সাথে খুব সহজেই একাত্ম হতে পারেন। তাই সিরিয়াল শেষ হয়ে গেলেও সেই সিরিয়ালের চরিত্ররা দর্শকদের মনের একেবারে মণিকোঠায় থেকে যায়। দর্শকমহলে বিপুল জনপ্রিয় স্টার জলসার সদ্য শেষ হওয়া এমনই একটি সিরিয়াল হল ‘শ্রীময়ী’ (Sreemoyee)। তবে সিরিয়াল শেষ হয়ে গেলেও এই সিরিয়ালের খল চরিত্র জুন আন্টিকে এখনও ভুলতে পারেননি কেউই।
জুন আন্টির স্টাইলে মুখ বাঁকানো একসময় সোশ্যাল মিডিয়ার ব্যাপক ট্রেন্ডিং ছিল। বাচ্চা থেকে বুড়ো কমবেশি সকলেই একবার হলেও তাকে নকল করার মজায় মেতেছেন। তাই সিরিয়াল শেষ হয়ে যাওয়ায় মন খারাপ জুন আন্টির ভক্তদের। সব্বাই মিস করছেন তাকে। তবে শুধু ভক্তরাই নন শ্রীময়ীর গোটা টিমকে মিস করছেন স্বয়ং অভিনেত্রী ঊষসী চক্রবর্তীও। সেই মন খারাপের কথা সোশ্যাল মিডিয়া পোস্টে নিজেই জানিয়েছিলেন অভিনেত্রী।
দীর্ঘ আড়াই বছর ধরে বাঙালি দর্শকদের বিনোদনের অঙ্গ হয়ে উঠেছিল এই ‘শ্রীময়ী’ ধারাবাহিকটি। তাই শুটিংয়ের সময়জুড়ে তৈরি হয়েছে একাধিক মিষ্টি স্মৃতি। সম্প্রতি সেই স্মৃতির স্মরণী বেয়ে শুটিং সেটের মধ্যেই অফ ক্যামেরা তোলা একটি ছবি শেয়ার করেছিলেন জুন আন্টি অভিনেত্রী ঊষসী। সেই ছবিতে পর্দার জুন আন্টির সাথেই দেখা যাচ্ছে শ্রীময়ী, শ্রীময়ীর শ্বাশুড়ী এবং মেয়ে দিঠিকে।
প্রসঙ্গত ঊষসী হলেন বাংলা বিনোদন জগতের অন্যতম দাপুটে অভিনেত্রী। ইতিপূর্বে বেশ কিছু টিভি সিরিয়ালের পাশাপাশি সিনেমায় বহুমুখী চরিত্রে অভিনয় করেছেন তিনি। কিন্তু জুন হিসাবে তার অভিনয় তাকে দিয়েছে বিপুল জনপ্রিয়তা। জুন গুহ একজন খলনায়িকার চরিত্র হয়েও দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। যা নিঃসন্দেহে প্রশংসনীয়। এরইমধ্যে শুরু হয়েছে নতুন গুঞ্জন, আবারও নাকি পর্দায় ফিরতে চলেছে শ্রীময়ী। তবে এ বার বদলে যাচ্ছে অভিনেতা-অভিনেত্রী।
আর ঊষসী এবার আর জুন আন্টির ভূমিকায় নয় অভিনয় করবেন নায়িকার ভূমিকায়! শোনা যাচ্ছে দাপুটে খলনায়িকার ভূমিকায় এবার দেখা যাবে স্যান্ডি সাহাকে। যদিও সংবাদমাধ্যমে পুরো বিষয়টা খোলসা করে এপ্রসঙ্গে অভিনেত্রী বলেছেন, ‘পুরোটাই হয়েছে মজার ছলে। স্যান্ডির ভাবনায়। স্যান্ডি রিল ভিডিয়ো বানানোর অনুরোধ জানিয়েছিলেন। সেখানে উনি জুন আমি শ্রীময়ী। শুনে আমারও মজা লাগে। রাজি হয়ে যাই।’