ক্যান্সার আক্রান্ত রোগীদের প্রায়শই বলতে শোনা যায় এই রোগ যেন আমার শত্তুরেরও না হয়। তবেই বুঝুন কতটা কষ্ট থেকে কোনোও মানুষ একথা বলতে পারে। আর এই মারণ রোগে একবার নয়, দুইবার আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। লড়াইয়ের জেদ, আর মানসিক জোর কোনোও যুদ্ধ জিততে গেলে এই দুই উপাদান থাকা আবশ্যিক। সকলের জীবনের পথ মসৃণ হয়না৷ কারোর কারোর চলার পথে এতই টানাপোড়েন থাকে যে তা উতরানো বেশ কঠিন হয়ে পড়ে। তবে এই বন্ধুর রাস্তাও অতিক্রম করা সহজ হয়, বিশ্বাস আর ভরসার একটা শক্ত করে ধরার মতো হাত পেলে। সেই ভরসার কাঁধ হয়ে ক্যান্সার আক্রান্ত ঐন্দ্রিলা শর্মার পাশে ছায়ার মতোন ছিলেন তার প্রেমিক সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury)।
মারণ রোগ ক্যান্সার (Cancer) দ্বিতীয় বারের মতো থাবা বসিয়েছিল ‘জিয়ন কাঠি’ খ্যাত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার দেহে। সেই থেকে অন্ধকার ভেদ করে দিনের পর দিন কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে শেষমেশ আলোর পথের দিশারী হয়ে উঠেছেন ঐন্দ্রিলা। বেঁচে থাকার তাঁর প্রচন্ড ইচ্ছাশক্তি আর মানসিক জোর আজ অসংখ্য মানুষের কাছে কাছে অনুপ্রেরণা। দুই দুইবার ক্যান্সারের সাথে দাঁতে দাঁত চেপে লড়ে এখন এক্কেবারে সুস্থ অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। খানিক দিন বিশ্রাম নিয়ে ফের অভিনয়ে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন লড়াকু অভিনেত্রী ঐন্দ্রিলা।
ধীরে ধীরে জীবনের স্বাভাবিক ছন্দেও ফিরতে চেষ্টা করছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। এই তো দিন কয়েক আগেই মুখে হাসি মেখে শীত পোশাক পরে প্রেমিক সব্যসাচীর হাত ধরে গঙ্গার হাওয়া খেতে বেরিয়েছিলেন ঐন্দ্রিলা। সেই ছবি মজার ছলে অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিয়েছিলেন সব্যসাচী৷
তবে এবার এক্কেবারে অন্য সাজে তাক লাগালেন অভিনেত্রী৷ এখন কার্যতই চলছে বিয়ের মরসুম। আর ঐন্দ্রিলাও একটা বিয়ের নেমন্তন্ন পাওয়া মাত্রই এক্কেবারে অন্য মেজাজে ধরা দিয়েছেন। হালকা সোনালী রঙের শাড়ি, টিয়া রঙের ব্লাউজ আর কানে ভারী ঝুমকোতে সেজেছেন অভিনেত্রী। আর তাকে দেখাচ্ছেও অনবদ্য। ছবি পোস্ট করে ঐন্দ্রিলা লিখেছেন #বিয়েবাড়ি।
View this post on Instagram
আর তাকে এতদিন পর চেনা ছন্দে ফিরতে দেখে বেজায় খুশি অনুরাগীরা। তার লড়াই প্রথম থেকে যারা দেখছেন তারা এই ছবি দেখে আপ্লুত৷ অন্যদিকে ঐন্দ্রিলার মেরুদণ্ড বা সমস্ত জোর সব্যসাচী তিনি মজার ছলে বলেছেন, ঐন্দ্রিলার নাকি কায়দা বেড়েছে।