• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মাত্র ৪ বছর বয়সে আধো গলায় লতাজীর গান ‘লাগ যা গালে ‘গেয়ে নেটবাসীকে মুগ্ধ করল খুদে! ভাইরাল ভিডিও

আজকাল সোশ্যাল মিডিয়া হায়েক উঠেছে ভাইরাল ভিডিও (Viral Video) এর খাজনা। রোজ হাজারো ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। কেউ দুর্দান্ত গান গাইছে তো কেউ দুর্দান্ত নাচ দেখাচ্ছে। সম্প্রতি এক ছোট্ট খুদের গলায় মহম্মদ রফির গান শুনে মুগ্ধ নেটপাড়া। আসলে সোশ্যাল মিডিয়া আজকাল এমনি একটা ভাইরাল প্লাটফর্ম হয়ে উঠেছে যেখানে প্রতিদিনই নতুন নতুন সুপ্ত প্রতিভার সামনে আসছে। আর প্রতিভার এই ভিডিওগুলি শেয়ার করা মাত্রই ভাইরাল ভিডিও হিসাবে ছড়িয়ে পড়ছে বিশ্বের কোনায় কোনায়।

দেখলে অবাক হয়ে যেতে হয় যে এত অল্প বয়সেও কত কত প্রতিভা রয়েছে একেকজনের ভিতরে, যা হয়ত সোশ্যাল মিডিয়া না থাকলে অনাবিষ্কৃতই পড়ে রইত। এবার এক ভাইরাল ভিডিওতে এক খুদে শিল্পীর দেখা মিলেছে। মাত্র ৪ বছর বয়স তার কিন্তু তার কন্ঠ অবিশ্বাস্য সুন্দর।

   

লতাজীর গান ‘লাগ যা গালে’ গানটি গাইতে আচ্ছা আচ্ছা গায়ক গায়িকাও হোঁচট খান, কিন্তু এই ৪ বছরের খুদে কন্যা স্পষ্ট উচ্চারণ আর সঠিক সুরে নির্দ্বিধায় এই গান গেয়ে দিয়েছে। যা দেখে রীতিমতো হতবাক নেটবাসী। ‘ভাইরাল স্টোরি’ নামক ট্যুইটার হ্যান্ডেল থেকে পোস্ট হওয়া এই ভিডিও যদিও বেশ কিছু মাস আগের, কিন্তু কাল লতাজীর প্রয়াণের পর এই ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।

লতা মঙ্গেশকর,ভাইরাল,ভাইরাল ভিডিও,Lata Mangeshkar,viral,viral video

হাজার হাজার মানুষ এই ভিডিও দেখে চোখের জল ফেলেছেন। প্রসঙ্গত, গতকাল অর্থাৎ ৬ ই ফেব্রুয়ারী সকালেই প্রয়াত হয়েছেন ভারতের নাইটেঙ্গেল লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। কাল থেকেই শোকস্তব্ধ গোটা দেশ। কাল লতাজীকে শেষ শ্রদ্ধা জানাতে শীবাজী পার্কে উপস্থিত হয়েছিলেন তাবড়-তাবড় সব ব্যক্তিত্বরা।

মাল্টি অরগ্যান ফেলিওর হয়েই মারা যান লতা। বেশ কিছুদিন ধরেই হাসপাতালে ভুগছিলেন সুরের সাম্রাজ্ঞী। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ভেন্টিলেশনে রাখা হয়েছিল বেশ কিছুদিন। তবে এরপর ভেন্টিলেশন থেকে বাইরে এসেছিলেন শারীরিক অবস্থার উন্নতিও হচ্ছিলো। তবে শনিবার রাতেই আচমকা অবনতি হতে শুরু করে। পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় ভেন্টিলেশনে দেওয়া হয় লতা মঙ্গেশকরকে। তবুও শেষ রক্ষা হয়নি।

লতা মঙ্গেশকর,ভাইরাল,ভাইরাল ভিডিও,Lata Mangeshkar,viral,viral video

বিগত ১১ই জানুয়ারি লতা মঙ্গেশকরের করোনা পসিটিভ রিপোর্ট আসে। এরপরেই তাকে ভর্তি করা হয় মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে। করোনা আক্রান্ত হওয়ার পাশাপাশি নিউমোনিয়ায় আক্রান্ত হন তিনি। হাসপাতালে ভর্তি হওয়ার প্রথম থেকেই আইসিইউতে রাখা হয়েছিল তাকে। এরপর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন গায়িকা। ৩০শে জানুয়ারি কোভিড রিপোর্ট নেগেটিভ আসে। তবে ৯২ বছর বয়সে একাধিক বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি।

site