• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রেমিক নাকি বন্ধু,টেলি অভিনেতা রিয়াজ আসলে কে হয় মিঠাইরানির! সত্যিটা নিজেই জানালেন সৌমিতৃষা

Published on:

Soumitrisha Kundu,সৌমিতৃষা কুন্ডু,Riaz Laskar,রিয়াজ লস্কর,Friendship,বন্ধুত্ব,Mithai Actress,Social Media

বাংলা সিরিয়ালের মিঠাইরানি (Mithai) এখন বং ক্রাশ। সিরিয়ালে দুর্দান্ত অভিনয়ের মধ্যে দিয়ে দিনের পর দিন দর্শকদের মন জয় করে চলেছেন মিঠাই অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)।সেই সুবাদেই জনপ্রিয়তার দিক থেকেও দিনে দিনে সকলকে ছাপিয়ে যাচ্ছেন অভিনেত্রী। এখন মিঠাই ম্যাজিকে কাবু গোটা বাংলা।

আর প্রিয় তারকাদের ব্যাক্তিগত জীবন নিয়ে চিরকালই দর্শকদের কৌতুহলের অন্ত নেই। ব্যতিক্রম নন সৌমিতৃষাও। অভিনেত্রীর ব্যাক্তিগত জীবন থেকে শুরু করে জীবনের বিশেষ মানুষ খুঁটিনাটি সমস্ত বিষয় নিয়েই জানতে মুখিয়ে থাকেন দর্শকরা। এমনিতে ব্যস্ত সিডিউলের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় দারুন অ্যাক্টিভ থাকেন নায়িকা।

Soumitrisha Kundu,সৌমিতৃষা কুন্ডু,Riaz Laskar,রিয়াজ লস্কর,Friendship,বন্ধুত্ব,Mithai Actress,Social Media

উল্লেখ্য একথা এতদিনে কমবেশি সকলেই জানেন টিভি অভিনেতা সায়ক, সৌমিতৃষা, রিয়াজ, শুভ্রজিৎ একে অপরের খুব ভালো বন্ধু। তবে প্রত্যেকেই নিজেদের শুটিংয়ের কাজে দারুন ব্যস্ত থাকেন। তবে ব্যস্ততার ফাঁকেও মাঝে মধ্যেই এক সঙ্গে সময় কাটান তাঁরা। প্রত্যেকের সাথেই দারুন বন্ডিং সৌমিতৃষার।

Soumitrisha Kundu,সৌমিতৃষা কুন্ডু,Riaz Laskar,রিয়াজ লস্কর,Friendship,বন্ধুত্ব,Mithai Actress,Social Media

কিন্তু এদিন সোশ্যাল মিডিয়ায় সৌমিতৃষার একাধিক ফ্যান পেজে হঠাৎ করেই দেখা যায় সৌমিতৃষা ও রিয়াজ লস্করের (Riaz Laskar) বন্ধুত্ব নিয়ে একাধিক পোস্ট। আচমকাই গুজব রটে সৌমিতৃষা ও রিয়াজের এত দিনের বন্ধুত্বে নাকি চীড় ধরেছে। তবে আসল সত্যি কি তা সামনে আনতে এবার আসরে নামলেন মিঠাই অভিনেত্রী সৌমিতৃষা নিজেই।

Soumitrisha Kundu,সৌমিতৃষা কুন্ডু,Riaz Laskar,রিয়াজ লস্কর,Friendship,বন্ধুত্ব,Mithai Actress,Social Media

উল্লেখ্য রিয়াজ এই মুহূর্তে স্টার জলসার গাঁটছড়া ধারাবাহিকে অভিনয় করছেন। অন্য দিকে মিঠাই নিয়ে ব্যস্ত সৌমিতৃষা। সম্ভবত এই কারণেই এখন আর আগের মত দেখা হয় না তাদের। তবে নিন্দুকদের মুখ বন্ধ করতে এদিন রিয়াজের সাথে সোশ্যাল মিডিয়ায় একটি মিষ্টি ভিডিও শেয়ার করেছেন সৌমিতৃষা।আর এভাবেই সৌমিতৃষা বুঝিয়ে দিলেন তারা একই রকম ভালো বন্ধু আছে।

 

View this post on Instagram

 

A post shared by Riaz laskar (@riaz_laskar)

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥