বাংলা বিনোদন জগতের অন্যতম জনপ্রিয় সেলিব্রেটি জুটি হলেন অভিনেত্রী শ্রুতি দাস (Shruti Das) এবং পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার। প্রেমের ক্ষেত্রে বয়স যে একটা সংখ্যা মাত্র তা বারবার প্রমাণ করেছেন শ্রুতি-স্বর্ণেন্দু জুটি। নিজের থেকে বয়সে বড় পরিচালকের সাথে প্রেম করে শুরুর দিন থেকেই নানা বিতর্কের সম্মুখীন হয়ে চলেছেন শ্রুতি।
কিন্তু অভিনেত্রীর ভালোবাসার সামনে ধোপে টেকেনি কোনো জল্পনাই। বরং দিনে দিনে বয়স বেড় চলেছে এই প্রিয় জুটির সম্পর্কের। দর্শকমহলে যেমন এই জুটির জনপ্রিয়তা বেড়েছে তেমনই নজর দেওয়ার লোকেরও অভাব নেই। এই যেমন কিছুদিন আগেই আচমকা গুজব রটে তাসের ঘরের মতোই ভেঙে পড়েছে স্বর্ণেন্দু-শুতির সম্পর্ক। একথা কানে যেতেই এক মুহুর্ত দেরি করেননি অভিনেত্রী।
একেবারে নিজস্ব কায়দায় কাট কাট ভাষায় ধুয়ে দেন নিন্দুকদের। ব্রেক আপের জল্পনার জল ঢেলে সোশ্যাল মিডিয়া পোস্টে নিজের কাছের এক বন্ধুর উদ্দেশ্যে একটি পোস্টে শ্রুতি লিখেছিলেন ‘আমায় একদিন তুই-ই বলেছিলিস ইন্ডাস্ট্রিতে কেউ কারওর বন্ধু হয়না শ্রুতি,সবাই কে এত বিশ্বাস করে ভালোবাসিস না,ঠকবি! আমি বলেছিলাম-তুই তো ওরকম না,ব্যাস।আজ আমিই ঠকলাম তোকে ভালোবেসে’।
তবে শ্রুতির এই কাছের বন্ধু টি কে,সে সম্পর্কে জানা যায়নি। তবে তাদের সম্পর্ক যে আগের মতোই অটুট আছে তা বোঝাতে সঙ্গে সঙ্গে প্রেমিক স্বর্ণেন্দুর সাথে একটি ‘হাতে গরম’ ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছিলেন ‘আগের পোষ্টটা ইন্ডাস্ট্রির একজন কাছের বন্ধুকে নিয়ে। আমাদের ব্রেকাপ হয়েছে এটা যাদের মনে হচ্ছে তাদের জন্য আমাদের হাতে গরম একটি ছবি রইল। আমি আর স্বর্ণেন্দু হেসে নিলাম এই সুযোগে।’
মনের মানুষটির সাথে খোলামেলা প্রেম করতে কোনোদিনই কোনো রাখঢাক রাখেননি অভিনেত্রী। আর গতকাল ছিল বাঙালির ভ্যালেন্টাইনস ডে, অর্থাৎ সরস্বতী পুজো। আর এই বিশেষ সদ্য প্রেমে পড়া যুবক যুবতীর মতোই একে অপরের সাথে ধরা দিয়েছিলেন শ্রুতি-স্বর্ণ। রঙ মিলিয়ে দুজনেই সেজেছিলেন বেগুনি শাড়ি পাঞ্জাবিতে। সোশ্যাল মিডিয়ায় শ্রুতির শেয়ার করা একটি ভিডিওতে এদিন দেখা যায় প্রেমিক স্বর্ণেন্দু কখনও রাস্তায় হোঁচট খাওয়া প্রেমিকার শাড়ির কুঁচি ধরছেন, আবার কখনও শ্রুতি স্বর্ণেন্দুর কাঁধে মাথা রাখছেন।
View this post on Instagram