সময়ের সাথে সাথে মানুষের বিনোদনের চাহিদা যেমন পাল্টেছে তেমনি পাল্টেছে বিনোদনের মাধ্যম। ইদানিং ব্যাপক জনপ্রিয়তা পেতে শুরু করেছে অনলাইন প্লাটফর্ম বা ওটিটি ওয়েব সিরিজ ( OTT Web Series)। একসময় মানুষ বিনোদন মানে সবার আগে বুঝতো থিয়েটার। এরপর বিশাল স্ক্রিনের সামনে অর্থাৎ সিনেমা হলে যেতে পছন্দ করত। তবে বর্তমানের ব্যস্ততার যুগে, অনলাইন হাতের মুঠোয় এসে গিয়েছে বিনোদন।
এই ওয়েব সিরিজ অবশ্য জনপ্রিয়তা পাবার কারণ রয়েছে অনেক। প্রথমত সিনেমার মত দু থেকে তিন ঘন্টার একটানা সময় লাগে না। আধ ঘন্টা থেকে এক ঘন্টার এক একটি পর্ব থাকে। তবে প্রতিটা পর্বই টান টান উত্তেজনার। নিজের ইচ্ছা মত যখন খুশি যেখানে খুশি দেখা যেতে পারে এই ওয়েব সিরিজ। আজ বংট্রেন্ডের পর্দায় এমন কিছু ওয়েব সিরিজের তালিকা নিয়ে হাজির হয়েছিল যেগুলো না দেখলে চরম মিস করবেন।
ব্রোকেন বাট বিউটিফুল ৩ (Broken but Beautiful 3)
এমএক্স প্লেয়ারের জনপ্রিয় ওয়েব সিরিজ ব্রোকেন বাট বিউটিফুল। বিগত দুই সিজেনে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে ওটিটি প্লাটফর্মের এই ওয়েব সিরিজ। রুমি আর অগস্ত্যের এই কাহিনী রোমান্স ও থ্রিলারে ভরপুর এই ওয়েব সিরিজ। সবচাইতে মজার বিষয় হল একেবারে বিনামূল্যেই দেখতে পাবেন এই ওয়েব সিরিজ।
দ্য ফ্যামিলি ম্যান সিজন ২ ( The Family Man 2)
মনোজ বাজপেয়ী অভিনীত দ্য ফ্যামিলি ম্যান ওয়েব সিরিজ শুরুতেই বা যাক জনপ্রিয়তা পেয়েছিল। কমেডি, অ্যাকশন থেকে সাসপেন্সে ভরপুর এই ওয়েব সিরিজ। যেখানে সংসারের প্রতি কর্তব্যের পাশাপাশি দুর্দান্ত অ্যাকশন রয়েছে। গতবছর ফ্যামিলি ম্যান সিজন ২ হয়েছে। যেটা দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়েছে।
হ্যালো ৩ (Hello 3)
হইচই ওটিটি প্লাটফর্মের বাংলা ওয়েব সিরিজ হ্যালো। বর্তমানে এই ওয়েব সিরিজের তৃতীয় সিজেন চলছে। রাইমা সেন অভিনীত এই ওয়েব সিরিজে কমেডি থেকে শুরু করে বোল্ড দৃশ্যে ভরপুর রয়েছে। এমনিতেই রাইমা সেন মানেই বোল্ডনেস গ্যারেন্টীড, এই ওয়েব সিরিজ না দেখলে মিস তো করবেনই! হইচইতে প্রিমিয়াম হলেও এমএক্স প্লেয়ারে বিনামূল্যেই দেখা যেতে পারে এই সিরিজ।
শুক্রাণু (Shukranu)
ওটিটি প্লাটফর্মে গতানুগতিক সিনেমার বাঁধ ভেঙে নিত্য নতুন ধ্যান ধারণা নিয়ে একাধিক ওয়েব সিরিজ তৈরী হয়েছে। তবে বোল্ড কমেডি আর একেবারে সাহসী একটা থিমের ওয়েব সিরিজ এই শুক্রাণু। যেখানে ভ্যাসেকটমির পরে একজন মানুষ কিভাবে সংগ্রাম করেন সেই চিত্র তুলে ধরা হয়েছে। মূলত বিষাক্ত পুরুষত্ব মনোভাব পরিবর্তন নিয়ে এই ওয়েব সিরিজ।
দ্য গার্ল ও দ্য ট্রেন (The girl on the train)
বলিউডের অভিনেত্রী পরিণীতি চোপড়া, ওয়েব সিরিজের জগতেও পা রেখেছেন। পরিণীতি অভিনীত ‘দ্য গার্ল ও দ্য ট্রেন’ ওয়েব সিরিজ ব্যাপক জনপ্রিয়তা হতে চলেছে। আগামী ২৬শে ফেব্রুয়ারি এই ওয়েব সিরিজটি মুক্তি পেতে চলেছে নেটফ্লিক্সের পর্দায়।
লাহোর কনফিডেন্সিয়াল (Lahore Confidential 4)
জি ফাইভ অরিজিনালস এর থ্রিলার ওয়েব সিরিজ লাহোর কনফিডেন্সিয়াল। এক তালাকপ্রাপ্ত মহিলার কাহিনী তুলে ধরা হয়েছে এই ওয়েব সিরিজে। সম্প্রতি ৪ই ফেব্রুয়ারি জি ৫ প্লাটফর্মে রিলিজ হয়েছে এই ওয়েব সিরিজের চতুর্থ সিজেন। লাহোর কনফিডেন্সিয়াল ৪ এ প্রধান চরিত্রে রয়েছেন কারিশমা তান্না, রিচা চাড্ডা, অরুণোদয় সিং।