বাংলা বিনোদন জগতের অন্যতম পরিচিত নাম সুদীপা চট্টোপাধ্যায়। তার নাম শুনতেই সবার প্রথমেই আমাদের সকলের মাথায় আসে একটাই নাম তা হল জি-বাংলার রান্নাঘর। তিনিই হলেন এই ‘রান্নাঘর’-এর কর্ত্রী। স্বামী, সংসার সন্তানের পাশাপাশি নিজের কাজ সবকিছুই দারুন ব্যলেন্স করে চলেছেন এই খ্যাতনামা সঞ্চালিকা।
যা নিঃসন্দেহে অনুপ্রেরণা জোগায় অসংখ্য দর্শকদের। ব্যস্ত সিডিউলের মধ্যেও সোশ্যাল মিডিয়ায় দারুন অ্যাক্টিভ থাকেন সুদীপা। সেখানে ছেলে আদিদেবের নানান দুষ্টুমির ছবি, থেকে মজার ভিডি পোস্ট করে থাকেন সুদীপা। এছাড়াও কখনও ফেসবুকে শাড়ি, গহনা-সহ নানান সামগ্রী বিক্রির জন্য লাইভে আসতেও দেখা যায় সুদীপাকে।
যার জেরে কখনও সুদীপার শাড়ির মান, তো কখনও অত্যধিক দাম নিয়ে নেটিজেনদের ব্যাপক ট্রোলিংয়ের মুখেও পড়তে হয় সুদীপাকে। ট্রোলের মুখে পড়ে মুখ বুজে থাকেন না সঞ্চালিকা নিজেও। নিন্দুকদের মুখে ঝামা ঘষে দিতে একেবারে মুখের ওপরেই জবাব দেন সুদীপা। এই যেমন কিছুদিন আগেই, অঙ্কুশ হাজরার সঙ্গে ছবি শেয়ার করেও গয়না নিয়ে ট্রোলড হয়েছিলেন সুদীপা।
এক নেটিজেনকে ‘টাকার গরম’ দেখানোর অভিযোগ উঠেছিল সুদীপা চট্টোপাধ্যায়ের নামে। আসলে এদিন ওই ছবিতে সুদীপার গলার হারটি রুপোর কিনা জিজ্ঞাসা করায় ওই নেটিজেনকে ‘অশিক্ষিত’ বলে কটাক্ষ করেছিলেন সুদীপা। যদিও পরবর্তীতে অভিনেত্রী জানান ভুলবশত এমনটা ঘটেছে, অন্য একজনকে রিপ্লাই দিতে গিয়ে ভুল করে ফেলেছেন তিনি।
সেই বিতর্কের রেশ কমতে না কমতেই এবার আরও একবার শিরোনামে অগ্নিদেব ঘরণী। এদিন হঠাৎই সুদীপার ফেসবুক স্টোরিতে আচমকাই একাধিক আপত্তিজনক ছবি দেখা যায়। তা দেখে প্রথমে হকচকিয়ে যায় নেটিজেনরা। বেশ কয়েকজন সুদীপাকে আনফলো পর্যন্ত করে দেন। কিছুক্ষণ পরেই সুদীপা চট্টোপাধ্যায় ফেসবুক পোস্টে বিষয়টি স্পষ্ট করে জানান, তাঁর ফেসবুক পোস্ট হ্যাক করা হয়েছিল, তাই আপত্তিকর বিষয় পোস্ট করা হলে সেটা উপেক্ষা করতে বলেন সুদীপা।