টলিউডের প্রথম সারির নায়িকা দুই নায়িকা হলেন নুসরত জাহান (Nusrat Jahan) এবং মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। একটা সময় ছিল যখন পেশাদার অভিনয় জগতের বাইরে বেরিয়ে একজন অপরের বেস্ট ফ্রেন্ড বলে পরিচিত ছিলেন তারা। ইন্ডাস্ট্রিতে তাঁদের বন্ধুত্ব ছিল অনেকের কাছে উদাহরণ। হিরোইন মানেই ক্যাট-ফাইট, একে অপরকে টেনে নীচে নামানো এসব মিথ ভেঙে গুঁড়িয়ে দিয়েছিলেন নুসরত মিমি।
কিন্তু বিগত একবছরে ছবিটা পাল্টে গিয়েছে,অনেকটাই। নিখিল জৈনের সাথে সম্পর্ক ভাঙা থেকে শুরু করে নুসরতের গর্ভাবস্থা এই গোটা সময়টায় মিমি যে নুসরতের পাশেই আছেন তার কোনো আভাস পাওয়া যায়নি। ফলে ইন্ডাস্ট্রির অন্দরে গুঞ্জন তৈরি হয় বোনুয়ার সাথে সম্পর্কে ফাটল ধরেছে মিমির। এমনিতে নুসরত মিমি দুজনেই সোশ্যাল মিডিয়ায় দারুন অ্যাক্টিভ।
কিন্তু আগে যেমন তাদের দুজনেই সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করলেই একে অপরের ছবির কমেন্ট সেকশনে আদুরে বার্তা সেসবের দেখা মেলেনা অনেকদিন। ইদানীং মিমির সাথে পার্নো মিত্র এবং অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়ের বন্ধুত্ব বেশ জমে উঠেছে। অন্যদিকে যশের পাশাপাশি এখন নুসরতের কাছের মানুষ হয়ে উঠেছেন তনুশ্রী, শ্রাবন্তী।
উল্লেখ্য নুসরতের ছেলে হওয়ার পর নুসরতকে অভিনন্দন বার্তা পাঠিয়েছিলেন মিমি। কিন্তু আজ পর্যন্ত ঈশানের সঙ্গে মাসি মিমির কোনও ছবি আসেনি প্রকাশ্যে। তবে গত বছরের নভেম্বর মাসে যশ ও মিমির নাচের ভিডিয়ো ইনস্টাগ্রাম স্টেটাসে শেয়ার করে নিয়ে নুসরত লিখেছিলেন, ‘বাবা ও মাসি’। তারপরেও একসময়ের এই বেস্ট ফ্রেন্ড জুটির মধ্যে সম্পর্কের তেমন কোন উন্নতি দেখা যায় নি।
কিন্তু সম্প্রতি নুসরতের একটি ইনস্টাগ্রাম পোস্টের হাত ধরে দুই বান্ধবীর মধ্যেকার পুরোনো রসায়ন ফিরেছে বলে মনে করছেন অনুরাগীরা। আসলে সম্প্রতি ইনস্টাগ্রামে নুসরত ডিজনিল্যান্ডের একটি পুরোনো ছবি পোস্ট করে হ্যাশট্যাগে ঘুরতে যেতে মন চাইছে বলে আবদার করেন।এই ছবির কমেন্ট বক্সে নুসরতের উদ্দেশে বোনুয়ার মিষ্টি অভিযোগ ‘তুই না এই ছুটি কাটিয়ে ফিরলি’। সঙ্গে অট্টহাসির ইমোজি জুড়ে দেন মিমি। দীর্ঘদিন পর নুসরতের ছবিতে মিমির মন্তব্য দেখে খুশি ফ্যানেরাও।