সিরিয়াল মানেই দর্শকদের অত্যন্ত পছন্দের একটি বিষয়। আর এই মুহূর্তে বাংলা সিরিয়াল প্রেমীদের কাছে বিপুল জনপ্রিয় এমনই একটি সিরিয়াল হল ‘এই পথ যদি না শেষ হয়’ (Ei Poth Jodi Na Sesh Hoi)। তাই দর্শকদের চাহিদা পূরণের কথা মাথায় রেখে প্রতি সপ্তাহেই এই সিরিয়ালে আনা হচ্ছে নিত্যনতুন টুইস্ট। আর টিভির পর্দায় একের পর এক মন ভালো করা পর্ব দেখা মাত্রই নিমেষে সমস্ত ক্লান্তি দূর হয়ে যায় দর্শকদের।
একেবারে সাধারণ বাঙালি মধ্যবিত্ত পরিবারের জীবনযাত্রার আঙ্গিকে তৈরি হয়েছে এই সিরিয়াল।অত্যন্ত সুন্দর ভাবে বিনোদনের মোড়কে বাস্তব জীবনের নানান দিক ফুটিয়ে তোলা হয়েছে এই সিরিয়ালে। সেই কারণেই সিরিয়ালের চরিত্রদের সাথে অনায়াসেই নিজেদের একাত্ম করতে পারেন দর্শকরা। এই ধারাবাহিকে নায়িকা উর্মির চরিত্রে রয়েছেন অভিনেত্রী অন্বেষা হাজরা (Anwesha Hazra) এবং নায়ক সাত্যকির চরিত্রে অভিনয় করছেন ঋত্বিক মুখার্জী (Writwik Mukherjee)।
আর সরকার বাড়িতে বিয়ে হয়ে আসার পর থেকেই দেখা যায় ঊর্মির সাথে রেষারেষি করে সিরিয়ালের খলনায়িকার চরিত্রে থাকা রিনির। এই রিনির চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী মিশমি দাস (Mishmee das)। সাত্যকি আর ঊর্মির ভালোবাসায় বারেবারে বাধা হয়ে দাঁড়ায় সে।ইতিমধ্যেই এই সিরিয়ালে দেখা গেছে সরকার বাড়ির সকলের সামনে রিনির মুখোশ টেনে খুলে দিয়েছে ঊর্মি (Urmi)।
সকলের সামনে রিনির আসল চেহারা বেরিয়ে পড়ায় সবাই মিলে অনেক কথা শোনায় তাকে। এসব শুনে রাগে মাথায় আগুন জ্বলতে থাকে রিনির মাথায়। আর তারপর থেকেই উর্মির এই অপমানের জবাব দিতে মুখিয়ে রয়েছে রিনি। তাই এবার এই সিরিয়ালের দর্শকদের জন্য অপেক্ষা করছে আরও এক নতুন চমক।
সম্প্রতি প্রকাশ্যে এসেছে সিরিয়ালের নতুন প্রোমো। উল্লেখ্য এই সিরিয়ালের যারা নিয়মিত দর্শক তারা সকলেই জানেন উর্মির মুমু দিদির সাথে মিস্টার কানের দুল অর্থাৎ সুমনের সম্পর্কের কথা। একথা বাড়িতে কেউ না জানলেও জানে উর্মি। আর কিছুদিন আগেই এই মুমু দিদিকে দেখতে এসেছিল এক ডাক্তার যুবক। তাদের দিয়েই মুমু কে অপমান করার পাশাপাশি সব দোষ উর্মির ঘাড়ে চাপিয়ে দেয় রিনি। রিনি কে আবার ফিরে আসতে দেখে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে দর্শকদের।
View this post on Instagram