• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দক্ষিণী অভিনেত্রীকে টেক্কা! হুবহু রশ্মিকার মত ‘সামি সামি’ গানে দুর্দান্ত নাচ পিলুর, রইল ভিডিও

Published on:

Pilu actress dance on Rashmika Mandana Pushpa Song Sami video

বাঙালি দর্শকদের কাছে বাংলা সিরিয়ালের জনপ্রিয়তা কিন্তু বেশ। আর সিরিয়ালের দৌলতে অভিনেত্রীরাও পপুলার হয়ে যান। বিগত কিছুদিন পুরোনো অনেক সিরিয়াল বন্ধ হয়ে একাধিক নতুন সিরিয়াল শুরু হয়েছে। এমনই একটি নতুন সিরিয়াল হল ‘পিলু (Pilu)’। গানকে নিয়েই একটা আস্ত প্রেমেরকাহিনী দেখানো হচ্ছে এই সিরিয়ালে। সিরিয়ালে পিলু চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী মেঘা দাঁ (Medha Daw)।

নতুন শুরু হলেও ইতিমধ্যেই দর্শকদের মন জিততে বেশ সক্ষম হয়েছে পিলু। পিলু অভিনেত্রী মেঘা আসলে একজন ভালো নৃত্য শিল্পী কিন্তু নিজের অভিনয়ের পথ চলা শুরু করলেন গানের সিরিয়ালের হাত ধরে। এর আগে ডান্স বাংলা ডান্স এর মঞ্চে নাচের মধ্যে দিয়েই সকলের মন জয় করেছিল পিলু। সিরিয়ালের জেরে বাস্তবেও সোশ্যাল মিডিয়াতে বেশ জনপ্রিয় হয়ে  গিয়েছেন মেঘা।

Pilu Dance on Sami Sami

সম্প্রতি জি বাংলা চ্যানেলের অফিসিয়াল ইনস্টাগ্রাম থেকে পিলু অভিনেত্রীর একটি নাচের ভিডিও শেয়ার করা হয়েছে। যেখানে সম্প্রতি ব্যাপক সাফল্য পাওয়া ‘পুষ্পা’ ছবির ‘সামি সামি’ গানে নাচতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। ঠিক যেমনটা সিনেমায় অভিনেত্রী রশ্মিকা মান্দানা নেচেছিলেন তেমনই নিজের নাচের দক্ষতা ফুটিয়ে ফুলেছেন অভিনেত্রী মেঘা। ভিডিওটি শেয়ার হবার পর থেকে বেশ ভাইরাল হয়ে পড়েছে।

লক্ষাধিক দর্শকেরা ভিডিওটি দেখে অভিনেত্রী  নাচের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। সাথে অনেকেই অভিনেতার নাচ দেখে হুবহু রশ্মিকার মত নাচ বলেও মন্তব্য করেছেন। এক নেটিজেনের মতে, পিলু জি বাংলার সমস্ত অভিনেত্রীদের মধ্যে সেরা ডান্সার। এমন অনেক প্রশংসায় ভরা মন্তব্য রয়েছে ভিডিওতে।

Pilu.Bengali Serial Actress,Megha Daw,পিলু,মেঘা দাঁ,পিলু অভিনেত্রী মেঘার নাচ,Rashmika Mandana,Sami Sami Song,Pushpa Movie Song,Pilu Dacing on Sami

প্রসঙ্গত, সিরিয়ালে ইতিমধ্যেই বিয়ে হয়ে গিয়েছে পিলুর। নতুন সিরিয়ালে বিয়ে হওয়ার ট্রেন্ড বজায় রয়েছে পিলুতেও তবে উড়ন্ত সিঁদুর নয় বরং উড়ন্ত মালায় হয়েছে বিয়ে। চুরির অপবাদে পিলুকে গুরুজীর বাড়ি থেকে চলে আসতে হয়েছিল। এরপর আহিরকে পিলুকে খোঁজার জন্য পাঠান গুরুজী। টুসু পরবে  পিলুকে খুঁজতে গিয়ে অজান্তেই বিয়ে হয়ে যান দুজনের। এখন আগামী দিনে কি হবে সেটাই দেখার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥