• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অবস্থা খারাপ, দরকার অনেক টাকা! দিল্লির পৈতৃক বাড়ি বেচে দিলেন অমিতাভ বচ্চন, দাম উঠল এতকোটি

Published on:

Amitabh Bacchan sold delhi house Sopaan for 23 crores

বলিউড শাহেনশা তথা বিগ বি নাম পরিচিত অমিতাভ বচ্চন (Amitabh Bacchan)। দুর্দান্ত অভিনয় দিয়ে দশকের পর দশক দর্শকদের মন কেড়ে নিয়েছেন অভিনেতা। আজ ইন্ডাস্ট্রীতে জনপ্রিয়তার শিখরে থাকে অমিতাভ বচ্চন, নাম যশ খ্যাতি কোনোটারই অভাব নেই। তবে বর্তমানে সময়টা মোটেও ভালো যাচ্ছে না অভিনেতার, আর্থিক দিক থেকে ভেঙে পড়ছেন! যার জেরে শেষমেশ নিজের পৈতৃক বাড়িটাও বিক্রি করে দিলেন অমিতাভ বচ্চন।

অভিনেতা বর্তমানে মুম্বাইয়ের জুহুতে ‘জলসা’তে নিজের পরিবার নিয়ে থাকেন। তবে তার একাধিক সম্পত্তি রয়েছে। অমিতাভ বচ্চনের বাবার সূত্রে পাওয়া বাড়ি হল দিল্লির গুলমোহর পার্কার বাড়ি ‘সোপান’ (Sopan)। মুম্বাইতে পাকাপাকিভাবে আসার আগে পর্যন্ত দিল্লির এই বাড়িতে মাঝে মধ্যেই থাকতেন অভিনেতা। এখানে বাবা মায়ের সাথে থাকতেন বিগ বি।

Amitabh Bacchan,Amitabh Bacchan sold his house,Sopaan,Amitabh Bacchan sold Sopaan,অমিতাভ বচ্চন,অমিতাভ বচ্চনের বাড়ি বিক্রি,সোপান,Bollywood News

যেমনটা জানা যাচ্ছে, ২৩ কোটি টাকার বিনিময়ে বাবা-মায়ের স্মৃতি ‘সোপান’ বিক্রি করেচেন বিগ বি। মোট ৪১৮.০৫ স্কোয়ার ফুটের এই বাড়িটি গত বছরের শেষের দিকে অর্থাৎ ৭ই ডিসেম্বর বিক্রিকরেছেন তিনি। এখন অনেকের মনেই প্রশ্ন জগতে পারে কে কিনল এই বাড়ি? তাহলে জানিয়ে রাখি, Nezone গ্রুপ এই বাড়িটি কিনেছে, আর বাড়ির বর্তমান মালিক অবনী বাদের সাথে দীর্ঘদিনের পরিচয়ও রয়েছে অভিনেতার।

Amitabh Bacchan,Amitabh Bacchan sold his house,Sopaan,Amitabh Bacchan sold Sopaan,অমিতাভ বচ্চন,অমিতাভ বচ্চনের বাড়ি বিক্রি,সোপান,Bollywood News

দীর্ঘদিন ধরেই তিনি দিল্লির ওই অঞ্চলের বাসিন্দা। সম্প্রতি নতুন ভালো বাড়ির খোঁজও করছিলেন। সেই সময়েই অমিতাভ  বচ্চনের বাড়ির প্রস্তাব পান তিনি। আর এমন একটা সুযোগ পাওয়া মাত্রই লুফে নিয়েছেন তিনি। দীর্ঘদিন ধরেই ফাঁকা পড়ে ছিল এই বাড়ি, শেষমেশ ২৩ কোটির বিনিময়ে বদলে গেল মালিকানা।

প্রসঙ্গত, বর্তমানে অমিতাভ বচ্চন মুম্বাইয়ের বাড়ি জলসাতে থাকেন। যেটা পরিচালক এন সি সিপ্পির থেকে কিনে নিয়েছিলেন অভিনেতা। আর মুম্বাইতেই আটলান্টিস বিল্ডিংয়ে একটি ফ্লাট রয়েছে বিগ বির যার মূল্য ৩১ কোটি টাকা। যদিও সেখানে তিনি থাকেন না। কিছুদিন আগে ১০ লক্ষ টাকা প্রতিমাসের হিসাবে বলি অভিনেত্রী কৃতি শ্যাননকে ভাড়ায় দিয়েছেন সেই ফ্ল্যাট।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥