ভারতীয় চলচ্চিত্র জগতের প্রথম সুপারস্টার হলেন
রাজেশ খান্না (Rajesh Khanna)। দর্শকদের একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়েই এই তকমা জিতে নিয়েছিলেন তিনি। ভক্তরা ভালোবেসে তাঁর নাম দিয়েছিলেন ‘কাকা’। তাঁকে নিয়ে ভক্তদের পাগলামির অন্ত ছিল না। জানা যায় সেসময় তাঁর এক ঝলক পাওয়ার জন্যই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতেন অসংখ্য মহিলা ভক্তরা।
সেসময় রাজেশ খান্না মহিলাদের মধ্যে এতটাই জনপ্রিয় ছিলেন যে মহিলারা নিজেদের রক্তে লেখা চিঠি পাঠাতেন স্বপ্নের নায়ককে। একথাও জানা যায় রাজেশ খান্নাকে, ছুঁতে না পেরে মহিলারা তার সাদা গাড়িতে লাল লিপস্টিকের চুম্বনের দাগে ভরিয়ে দিতেন। উল্লেখ্য রাজেশ খান্নার জনপ্রিয়তা এবং স্টারডম সেসময় এমন পর্যায়ে পৌঁছেছিল যে একসময় ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (বিবিসি) তাকে নিয়ে একটি চলচ্চিত্রও তৈরি করতে চেয়েছিল। ছবিটির নাম ছিল ‘বম্বে সুপারস্টার ইন ১৯৭৪’।
উল্লেখ্য ১৯৪২ সালে ২৯ ডিসেম্বর জন্মগ্রহণ করেছিলেন রাজেশ খান্না। জানা যায় ১৯৬৫ সালে, রাজেশ খান্না দেশের তৎকালীন সবচেয়ে বড় ট্যালেন্ট হান্টে অংশগ্রহণ করেছিলেন। সেখানে ১০ হাজার প্রতিযোগিদের মধ্যে সেরার তকমা পেয়েছিলেন তিনি। সেই থেকেই হিন্দি সিনেমা জগতে প্রবেশ করেন অভিনেতা। ১৯৬৬ সালে ‘আখেরি খাত সে’ ছবির মাধ্যমে এই কিংবদন্তি অভিনেতা তার সিনেমা সফর শুরু করেন।
বলিউডের অনান্য অভিনেতাদের মতো রাজেশ খান্নাও নিজের নাম পরিবর্তন করেছিলেন। জানা যায় অভিনেতার আসল নাম ছিল ‘যতীন খান্না’। পরবর্তীতে তিনি তার নাম ‘যতীন’ থেকে পাল্টে ‘রাজেশ’ রেখেছিলেন। সেসময় তার স্টারডমের জন্য তার নাম এতটাই জনপ্রিয় হয়েছিল যে, বেশিরভাগ বাবা-মাই তাদের সন্তানের নাম সেসময় তার নামেই রেখেছিলেন।সেসময় দেশজুড়ে ভক্তদের ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল রাজেশ খান্নার ঘাড় নাড়ার সিগনেচার স্টেপ।
কোটি কোটি নারী হৃদয়ে রাজত্ব করা রাজেশ খান্না হঠাৎ করেই ডিম্পল কাপাডিয়াকে বিয়ে করে ফেলেন।যার ফলে রাতারাতি মন ভাঙে অসংখ্য তরুণীর। মিডিয়া রিপোর্ট অনুযায়ী খবর এই রাজেশ খান্নার কাছেই নাকি একবার কাজ চাইতে গিয়ে চরম অপদস্থ হতে হয়েছিল অক্ষয় কুমারকে। তাকে ঘন্টার পর ঘণ্টা ঘন্টা বাইরে বসিয়ে রেখেও নাকি দেখা করেননি রাজেশ খান্না। পরবর্তীতে এই অক্ষয় কুমার ই হন তার মেয়ে টুইঙ্কল খান্নার বর।