বাংলা সিনেমা থেকে সিরিয়াল বিনোদন জগতের সর্বত্র চুটিয়ে অভিনয় করে চলেছেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunodoy Banerjee)। নিজের অভিনয় দক্ষতার জোরেই দর্শকদের মনে পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছেন রাহুল। তাই পান থেকে চুন খসলেই প্রেম হোক কিংবা বিয়ে প্রিয় অভিনেতার ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই কৌতুহলী দর্শক।
‘চিরদিনই তুমি যে আমার’ ছবির হাত ধরে সিনেমা জগতে হাতেখড়ি হয়েছিল রাহুলের। এই ছবিতে অভিনয়ের সময়েই অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের (Priyanka Sarkar) প্রেমে পড়েন রাহুল। বিয়ে অবধি গড়িয়ে ছিল সেই সম্পর্ক। কিন্তু পরবর্তীতে সম্পর্কের টানপোড়েনের জেরে দাম্পত্য জীবনে ইতি টানেন দুজনেই।
বর্তমানে ছাদ আলাদা হলেও একমাত্র ছেলে সহজের কথা ভেবেই হয়তো এখনও আইনি বিচ্ছেদ করেননি রাহুল প্রিয়াঙ্কা। একমাত্র ছেলের দেখাশোনার দায়িত্ব নিয়েছেন দুজনেই। তবে প্রিয়াঙ্কার সাথে বিচ্ছেদের পর রাহুলের সাথে নাম জড়িয়েছে একাধিক নায়িকার। একসময় বলা হত অভিনেত্রী সন্দীপ্তা সেন (Sandipta Sen) কারণেই প্রিয়াঙ্কার ঘর ভেঙেছে। কিন্তু আজ অবধি নিজেদের সম্পর্ক স্বীকার করেননি রাহুল সন্দীপ্তা কেউই।
বরং সন্দীপ্তা কে বরাবরই শুধু ভালো বন্ধু বলেই এড়িয়ে গিয়েছেন রাহুল। এরপরেই স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল দেশের মাটি করতে গিয়েই অভিনেত্রী রুকমা রায়ের (Rooqma Roy) সাথে রাহুলের সম্পর্ক গুঞ্জন তৈরি হয়। এবার কানাঘুঁষো শোনা যাচ্ছে রুকমার সঙ্গে প্রেম হওয়ায় নাকি সন্দীপ্তার সঙ্গে রাহুলের সঙ্গে সম্পর্ক ভেঙে গিয়েছে?
একথা কানে যেতেই মুখ খুলেছেন রাহুল। এপ্রসঙ্গে তিনি বলেছেন, “সন্দীপ্তার সঙ্গে বিশেষ সম্পর্ক আমরা কোনও দিন স্বীকার করিনি। ওর সঙ্গে যে ভবিষ্যৎ দেখেছি, এমনও নয়। সে রকম ভাবলে অন্য কথা ছিল। রুকমার কারণে সন্দীপ্তার সঙ্গে সম্পর্ক ভেঙেছে, এটা আকাশ-কুসুম স্বপ্ন দেখার মতো!”এছাড়া এদিন রাহুল রুকমার লুকিয়ে একসাথে পাহাড় ভ্রমণে যাওয়ার কথা প্রসঙ্গে রাহুল বলেছেন ‘রুকমা আমার বন্ধু। ওর সঙ্গে বেড়াতে গেলে বুক বাজিয়ে বন্ধুদের দল নিয়ে যাব। লুকোব কেন?’