বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার দৌলতে যে কেউ রাতারাতি সেলিব্রিটি যে যেতে পারে। এর জলজ্যান্ত উদাহরণ বীরভূমের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকার। কয়েকমাস আগে তাঁর বাদাম বিক্রির জন্য তৈরী করা ‘কাঁচা বাদাম (kacha badam)’ গান সোশ্যাল মিডিয়াতে মারাত্মক ভাইরাল (viral) হয়ে পড়েছিল। আর এই গানের জেরেই কপাল ফিরে ফিয়েছে তাঁর। সম্প্রতি বাদামকাকু হাজির হয়েছিলেন দাদাগিরির (Dadagiri) মঞ্চে।
বাংলা টেলিভিশনের জনপ্রিয়তম রিয়্যালিটি শোয়ের মধ্যে অন্যতম দাদাগিরি। যার সঞ্চালনার দায়িত্বে রয়েছেন সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)। এদিনে সৌরভের সাথে খেলায় মেতে উঠলেন লক্ষীনারায়নপুর গ্রাম পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের বাসিন্দা তথা ভাইরাল কাঁচা বাদাম গায়ক ভুবনবাবু। বিগত রবিবার বীরভূমের দুবরাজপুরে তার কাছে হাজির হয়েছিল দাদাগিরির টিম। এরপর তাকে নিয়ে আসা হয়েছে কলকাতায় দাদাগিরির বিশেষ পর্ব শুটিংয়ের জন্য।
অবশ্য খালি হাতে আসেননি ভুবনবাবু, সাথে করে দাদার জন্য উপহার এনেছেন বীরভূম থেকে। কি সেই উপহার? কিছুটা আন্দাজ আপনারাও করতে পেরেছেন নিশ্চই! কাঁচা বাদাম উপহার এনেছেন বাদামকাকু সৌরভ গাঙ্গুলির জন্য। এছাড়া বাকি প্রতিযোগীদের সাথে দাদাগিরিতে সৌরভের সাথে খেলতে পেরে দারুন খুশি ভুবনবাবু। খেলার শেষে একটি মেমেন্টো উপহার পেয়েছেন তিনি।
উপহার ছাড়াও দাদাগিরিতে নিজের সেই বিখ্যাত গান ‘কাঁচা বাদাম’ গেয়েও শুনিয়েছেন ভুবনবাবু। তার গাওয়া এই গানটির একটি রিমিক্স ভার্শনের জেরেই রাতারাতি ভাইরাল হয়ে পড়েন তিনি। তবে ভাইরাল হয়েও কোনো উপার্জন করতে পারছিলেন না তিনি। বদলে বাকিরা গানের রিমেক করে টাকা উপার্জন করছিলো। এরপর পুলিশের সাহায্য নিয়ে স্বত্ব পান গানের। বর্তমানে এই গানের জেরেই দরিদ্রতা থেকে মুক্তি পেয়েছেন তিনি।
প্রসঙ্গত, কাঁচা বাদাম গান এতটাই ভাইরাল হয়েছে যে তাবড় তাবড় সেলিব্রিটি থেকে শুরু করে ইনফ্লুয়েন্সাররা এই গানে নেচে রিল ভিডিও বানিয়েছেন। এমনকি বিদেশের সঙ্গীতকারেরাও তার গান রিমেক করে তাকে সাহায্য করার চেষ্টা করেছেন। ইতিমধ্যেই গানের অ্যালবামও বের করেছেন ভুবনবাবু। যেখানে তাঁর গানের রিমিক্স ভার্শন দেখা যাচ্ছে।
https://youtu.be/58CNG2IBnvw