ভারত তথা বিশ্বের সবচাইতে ধনী ব্যক্তিদের তালিকায় রয়েছে মুকেশ আম্বানির (Mukesh Ambani) নাম। আর স্বামী কোটিপতি হওয়ায় স্ত্রী নীতা আম্বানিও (Neeta Ambani) বেশ পরিচিত সকলের কাছেই। ‘ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল’, রিলায়েন্স ফাউন্ডেশন, সহ রিলায়েন্সের একাধিক দায়ভার একা হাতে সামলান তিনি। বর্তমানে সারা বিশ্বের নিরিখে ১২ তম ধনীর স্থানে রয়েছে আম্বানি পরিবার। বর্তমানে তাদের সম্পত্তির পরিমাণ ৮২.৯ বিলিয়ন।
ভারত তথা পৃথিবীর সবচাইতে ধনী পত্নীদের মধ্যে একজন হলেন তিনি। ১৯৮৫ সালে মুকেশ আম্বানির সাত বিয়ে হয় নীতা আম্বানির। ভারতের সবচেয়ে ধনী পরিবারে বিয়ের হবার কারণে ধন দৌলত, আভিজাত্যের কোনো অভাবই নেই না তাঁর। তিন সন্তানের মা তিনি আকাশ, ইশা এবং অনন্ত।
নীতা আম্বানির বিলাসবহুল জীবনযাপন নিয়ে এর আগেও বহুবার শিরোনাম হয়েছে৷ এক গয়না দুবার পরেন না, বিদেশ থেকে আসে তার জলের বোতল এমন নানান রকমের তথ্য তার সম্পর্কে মিডিয়া তে ঘুরে বেড়ায়৷ বর্তমানে তার কাছে বিশ্বের সবচেয়ে দামি এবং সুন্দর ব্র্যান্ড ‘পেড্রো গার্সিয়া’, ‘জিমি চু’, ‘পেলমোদা’ ও ‘মেরিলিনের’ জুতা রয়েছে।
নীতা আম্বানির এতকিছু থাকার পরেও গাড়ির প্রতি একটা চরম আসক্তি রয়েছে। এই কারণে যুবকদের মধ্যে তিনি বেশ আলোচিতও হয়ে থাকেন। তবে সম্প্রতি একটি গাড়ি কিনে গোটা দেশের ব্যবসায়ীদের এক্কেবারে টলিয়ে দিয়েছেন নীতা আম্বানি। সম্প্রতি মুকেশ পত্নী বিলাসবহুল স্বয়ংচালিত কোম্পানির “অডি এ ৯ চামেলিওন” (Audi A9 Chameleon) গাড়িটি কিনেছেন৷ এই গাড়ির দাম ৯০ কোটি টাকা।
এটি এই কোম্পানির একটি বিশেষ ইউনিটের গাড়ি যার মাত্র কয়েকটি সংস্করণ বাজারে ছাড়া হয়েছে। এই গাড়ি আমাদের দেশে পাওয়া যায়না, সুদূর মার্কিন মুলুক থেকে এই গাড়ি আনিয়েছেন নীতা। যার কারণে এর দাম আরও বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১০০ কোটি টাকা। অফিস যাওয়ার জন্য এই গাড়ি ব্যবহার করেন তিনি।